পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খান এবং ভারতীয় অভিনেত্রী বানী কাপুর অভিনীত নতুন সিনেমা ‘আবির গুলাল’ নিয়ে দীর্ঘদিন ধরে চলছে নানা জল্পনা-কল্পনা। ভারতশাসিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারত-পাকিস্তান সম্পর্কে টানাপোড়েনের প্রভাব পড়ে এই সিনেমার মুক্তির ওপর। তবে সাম্প্রতিক খবরে জানা গেছে, চলতি মাসের ২৬ সেপ্টেম্বর ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে পারে এই প্রতীক্ষিত সিনেমা।
মূলত চলতি বছরের ৯ মে ‘আবির গুলাল’ মুক্তির কথা ছিল। কিন্তু পেহেলগামে সন্ত্রাসী হামলার ঘটনায় ভারত সরকার এর জন্য পাকিস্তানকে দায়ী করলেও পাকিস্তান তা অস্বীকার করে। এই ঘটনার পর থেকে ভারতে পাকিস্তানি শিল্পীদের ওপর নিষেধাজ্ঞা জারির প্রভাবে সিনেমাটির মুক্তি বিলম্বিত হয়। এমনকি ছবিটি যাতে ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি না পায়, সে দাবিতে সরব হয় একাধিক সংগঠন। এ ছাড়া পাকিস্তানি অভিনেতার সঙ্গে কাজ করার জন্য নায়িকা বানী কাপুরকেও সমালোচনার মুখে পড়তে হয়।
পরিস্থিতির জটিলতায় নির্মাতারা সিদ্ধান্ত নেন, আপাতত ছবিটি শুধু আন্তর্জাতিকভাবে মুক্তি পাবে। গত ১২ সেপ্টেম্বর ‘আবির গুলাল’ আন্তর্জাতিক প্রেক্ষাগৃহে মুক্তি পায় এবং দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলে। এবার খবর এসেছে, নিষিদ্ধ এই ছবিটি ভারতের প্রেক্ষাগৃহে মুক্তির পথে। সম্ভাব্য মুক্তির তারিখ নির্ধারণ করা হয়েছে ২৬ সেপ্টেম্বর, যদিও নির্মাতাদের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
সিনেমা সংশ্লিষ্টরা জানিয়েছেন, ‘আবির গুলাল’ একটি সাধারণ প্রেমের গল্প, যা বিশ্বজুড়ে সব দর্শকের মনে আবেদন তৈরি করবে। এ ছাড়া ওই তারিখে অন্য কোনো বড় ছবি মুক্তি না পাওয়ায় এটি প্রেক্ষাগৃহে এককভাবে দর্শকদের আকর্ষণ করবে বলে আশাবাদী নির্মাতারা।