মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সামাজিক মাধ্যমে একটি পোস্টে উরফি জানান, এক ব্যক্তি তার ছবি বিকৃত করে সেগুলো ফাঁস করার হুমকি দিচ্ছেন। এমনকি কিছু ছবি ইতিমধ্যে বিকৃত করে প্রকাশ করা হয়েছে। তিনি ওই ব্যক্তির অ্যাকাউন্টের ছবি শেয়ার করে লেখেন, “এই লোকটি আমাকে হেনস্তা করছে। হুমকি দিচ্ছে— আমার ছবি বিকৃত করে সামাজিক মাধ্যমে ফাঁস করে দেবে। এমনকি কিছু ছবি বিকৃত করে সে ফাঁস করেও দিয়েছে।”
প্রযুক্তির এমন অপব্যবহারে হতবাক উরফি বলেন, “আমি বিশ্বাস করতে পারছি না, এই লোকগুলো প্রযুক্তির সাহায্যে কী সব করছে।” তিনি ঘোষণা করেছেন, এই ঘটনার বিরুদ্ধে তিনি আইনি অভিযোগ দায়ের করবেন। অন্য নারীদের উদ্দেশে তিনি বলেন, “আপনারা এমন পরিস্থিতিতে পড়লে ভয় পাবেন না। সোজা গিয়ে অভিযোগ দায়ের করবেন। আপনারা কোনো সমস্যার কারণ নয়। এই লোকগুলোই সমাজের কলঙ্ক।”
এর আগেও উরফি বিভিন্ন সময়ে হেনস্তার শিকার হয়েছেন এবং সেগুলোর বিরুদ্ধে সোচ্চার হয়েছেন। গত বছর তিনি প্রকাশ্যে জানিয়েছিলেন, ১৫ বছর বয়সী এক কিশোর তাকে অশালীন মন্তব্য করেছিল। সামাজিক মাধ্যমে তিনি লিখেছিলেন, “গতকাল আমার ও আমার পরিবারের সঙ্গে খুবই অস্বস্তিকর একটি ঘটনা ঘটে। আমি যখন ছবি তুলছি, পাশ দিয়ে একদল ছেলে যাচ্ছিল। তাদের মধ্যে একটা ছেলে সবার সামনে আমাকে প্রশ্ন করে— ‘কতজনের সঙ্গে সহবাস করেছ?’ আমার মা ও গোটা পরিবারের সামনে সেই ছেলেটি এমন প্রশ্ন করে বসে।”
উরফি জাভেদ তার সাহসী মনোভাব ও স্পষ্ট কথার জন্য পরিচিত। তিনি বারবার নারীদের হেনস্তার বিরুদ্ধে প্রতিবাদ করতে এবং আইনি পদক্ষেপ নিতে উৎসাহিত করেছেন। এই সাম্প্রতিক ঘটনায়ও তিনি তার অবস্থানে অটল রয়েছেন এবং আইনি পথে এগোনোর সিদ্ধান্ত নিয়েছেন।