দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে। তবে এবার তার অভিনয় নয়, ব্যক্তিগত জীবন নিয়ে সামাজিক মাধ্যমে তুমুল গুঞ্জন। নাগা চৈতন্যের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর এই অভিনেত্রী নাকি প্রেমের সমুদ্রে হাবুডুবু খাচ্ছেন। আর এই গুঞ্জনের কেন্দ্রে রয়েছেন জনপ্রিয় পরিচালক রাজ নিদিমরু।
সামান্থা এর আগে ক্যারিয়ারের শীর্ষে থাকা অবস্থায় দক্ষিণী সুপারস্টার নাগা চৈতন্যের সঙ্গে প্রেম করে বিয়ে করেছিলেন। তবে তাদের সেই সংসার বেশিদিন টেকেনি। ২০২১ সালে বিচ্ছেদের পর নাগা চৈতন্য অভিনেত্রী শোভিতা ধুলিপালাকে বিয়ে করেন। এদিকে সামান্থা বেশ কিছুদিন নিজেকে আড়ালে রেখেছিলেন, কারও সঙ্গে সম্পর্কে জড়াননি। কিন্তু সম্প্রতি তার এবং পরিচালক রাজ নিদিমরুর ঘনিষ্ঠতা নিয়ে সামাজিক মাধ্যমে গুঞ্জন ছড়িয়েছে।
গত কয়েক মাস ধরে সামান্থা ও রাজ নিদিমরুর একসঙ্গে বিভিন্ন জায়গায় দেখা যাওয়ার খবর প্রকাশ্যে এসেছে। সম্প্রতি দুবাই সফরে গিয়েছিলেন এই জুটি। সামান্থা তার ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেন, যেখানে তাকে বিভিন্ন মুহূর্ত উপভোগ করতে দেখা যায়। একটি শটে তিনি এক পুরুষের হাত ধরে আছেন, যিনি জিন্স ও জ্যাকেট পরা। নেটিজেনরা ধারণা করছেন, এই ব্যক্তি রাজ নিদিমরু।
এ ছাড়া, কখনো সিনেমা হলে, কখনো বিভিন্ন অনুষ্ঠানে, আবার কখনো বিমানে পাশাপাশি বসে থাকতে দেখা গেছে এই দুজনকে। একটি ছবিতে সামান্থাকে রাজের কাঁধে মাথা রেখে হাস্যোজ্জ্বল মুখে বসে থাকতে দেখা গেছে। গত জুলাই মাসে যুক্তরাষ্ট্রের মিশিগান সিটিতে সামান্থার কাঁধে হাত রেখে ঘুরে বেড়াতে দেখা যায় রাজকে। এসব ঘটনা মিলিয়ে ভক্তরা নিশ্চিত, এই জুটি প্রেমের গভীর সম্পর্কে জড়িয়েছেন।
সামান্থা ও রাজের ছবি এবং ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ায় ভক্ত-অনুরাগীদের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে। অনেকে মন্তব্য করেছেন, “সামান্থা তার জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন, আমরা খুশি।” কেউ কেউ আবার বলছেন, “দ্রুত বিয়েটা সেরে ফেলুন!” তবে সামান্থা ও রাজ এ বিষয়ে কোনো মন্তব্য করেননি, সম্পর্কের বিষয়ে পুরোপুরি গোপনীয়তা বজায় রেখেছেন।
সামান্থা ও রাজ নিদিমরু পেশাগতভাবেও একসঙ্গে কাজ করেছেন। রাজ ও তার সহযোগী কৃষ্ণ ডি.কে.-এর পরিচালনায় সামান্থা অভিনয় করেছেন ‘দ্য ফ্যামিলি ম্যান ২’ এবং ‘সিটাডেল: হানি বানি’ ওয়েব সিরিজে। বর্তমানে তারা ‘রক্ত ব্রহ্মাণ্ড’ নামে আরেকটি সিরিজে একসঙ্গে কাজ করছেন। এই ঘনিষ্ঠ পেশাগত সম্পর্কই ব্যক্তিগত সম্পর্কের ভিত্তি তৈরি করেছে বলে ধারণা করছেন অনেকে।
যদিও সামান্থা ও রাজের ঘনিষ্ঠতার ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে, তবে তারা কেউই সম্পর্কের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু বলেননি। এই নীরবতা ভক্তদের কৌতূহল আরও বাড়িয়েছে। এখন সময়ই বলে দেবে, তাদের সম্পর্কের গভীরতা ও ভবিষ্যৎ কী হবে।