বলিউডের জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাডুকোন ও আলিয়া ভাটের মধ্যে সবসময়ই বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা প্রকাশ পেয়েছে। তবে সম্প্রতি তাদের এই বন্ধুত্বের মাঝে একটি চমকপ্রদ ঘটনা ঘটেছে। আমেরিকান পোশাক ব্র্যান্ড লিভাইস তাদের গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর পদ থেকে দীপিকা পাডুকোনকে সরিয়ে আলিয়া ভাটকে নিয়োগ করেছে। গত ৫ সেপ্টেম্বর লিভাইস আলিয়া ভাটকে তাদের নতুন গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করে।
এই ঘোষণার পর দীপিকা পাডুকোনের ভক্তরা তীব্র হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন। অনেকে প্রশ্ন তুলেছেন, কেন ‘পিকু’ খ্যাত এই অভিনেত্রীকে এই পদ থেকে সরানো হলো। কিছু ভক্ত অভিযোগ করেছেন যে আলিয়া ভাট দীপিকার জায়গা ‘চুরি’ করেছেন। একজন ভক্ত আলিয়াকে উদ্দেশ্য করে লিখেছেন, “তুমি সবসময় দীপিকার কাছ থেকে সবকিছু নিয়ে নিচ্ছো।” আরেকজন লিখেছেন, “কেন আলিয়া? আমরা দীপিকাকেই চাই।” কেউ কেউ এই নিয়োগকে ‘সম্পূর্ণ অযথা’ বলে মন্তব্য করেছেন। একজন ভক্ত লিখেছেন, “অভিনন্দন, কিন্তু লিভাইসের ডেনিমে দীপিকার চেহারার তুলনা নেই!”
একজন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী লিখেছেন, “আলিয়াকে সব জায়গায় আনা হয়েছে। সে সবকিছুতেই লোভী ও ঈর্ষান্বিত। বারবার একই মুখ দেখে আমরা ক্লান্ত। এতগুলো ব্র্যান্ডের সঙ্গে থাকলেও সে সন্তুষ্ট নয়।”
এই ঘটনা সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে এবং দীপিকা ও আলিয়ার ভক্তদের মধ্যে তীব্র বিতর্ক চলছে। তবে লিভাইস বা দুই অভিনেত্রীর পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।