গত রোববার (৭ সেপ্টেম্বর) সামাজিক মাধ্যম ফেসবুকে একটি দীর্ঘ পোস্টে অভিনেত্রী জানিয়েছেন, তিনি এখন প্রচণ্ড নিরাপত্তাহীনতায় ভুগছেন। তার নামে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে—কখনো তার ব্যক্তিগত সম্পর্ক নিয়ে, কখনো গুরুত্বপূর্ণ অন্যান্য বিষয়ে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে তাকে বাধ্য হয়ে কলকাতা পুলিশের শরণাপন্ন হতে হয়েছে।
দেবচন্দ্রিমা বলেন, “নিজের আবাসনে আমি চরম হেনস্তার শিকার হয়েছি, যা দুঃস্বপ্নেও কল্পনা করিনি। আমি এতটাই আতঙ্কিত যে নিজের শহরটাকেও আর চিনতে পারছি না। এখানেই আমি জন্মেছি, বড় হয়েছি, কিন্তু আজ এই জন্মভূমি যেন অপরিচিত হয়ে দাঁড়িয়েছে।”
নিজের নিরাপত্তার জন্য কলকাতা পুলিশের সহযোগিতায় তিনি দেহরক্ষী পেয়েছেন। তবে তিনি জানিয়েছেন, “আমি দেহরক্ষী নিয়ে ঘোরার মতো মানুষ নই, কিন্তু বর্তমান পরিস্থিতিতে আমার হাতে আর কোনো উপায় নেই।”
দেবচন্দ্রিমা ইঙ্গিত দিয়েছেন, যদি এই পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসে, তবে তিনি নিজের শহর কলকাতা ছেড়ে অন্যত্র চলে যেতে বাধ্য হবেন। এই ঘটনা তার ভক্ত ও স্থানীয়দের মধ্যে ব্যাপক উদ্বেগ ও আলোচনার জন্ম দিয়েছে।