ঢালিউডের নন্দিত অভিনেত্রী জয়া আহসান বাংলাদেশ ও ভারত—দুই বাংলাতেই সমান তালে অভিনয় করে যাচ্ছেন। এ কারণে দুই দেশেই তার অগণিত ভক্ত-অনুরাগী রয়েছেন। বাংলাদেশে অসংখ্য সফল সিনেমায় কাজের পাশাপাশি টালিউডেও ব্যস্ত থাকেন তিনি। ‘ডিয়ার মা’ থেকে শুরু করে ‘পুতুল নাচের ইতিকথা’—একের পর এক ছবিতে অসাধারণ অভিনয়ের মাধ্যমে তিনি দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছেন। এমনকি বলিউডেও পা রেখেছেন এই অভিনেত্রী। আগামী বছর কৌশিক গাঙ্গুলীর ‘অর্ধাঙ্গিনী ২’ সিনেমার কাজ শুরু হতে চলেছে।
দুই বাংলার মধ্যে নিয়মিত যাতায়াত করেন জয়া। অনেক সময় ঢাকার চেয়ে কলকাতাতেই বেশি সময় কাটান তিনি। এ কারণে অকপটে বলে দিয়েছেন, “কলকাতা এখন আমার সেকেন্ড হোম।” সম্প্রতি কলকাতায় একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিয়েছেন জয়া আহসান। এডভেন্ট এক্টর স্টুডিও প্রাইভেট লিমিটেড আয়োজিত গ্লোবাল ইনফ্লুয়েঞ্জার এক্সিলেন্স অ্যাওয়ার্ডের মঞ্চে উপস্থিত ছিলেন তিনি। অনুষ্ঠানে অংশ নিয়ে আপ্লুত হয়ে তিনি বলেন, “এখানে যোগ দিয়ে আমি ভীষণ খুশি।” দুর্গাপূজা উপলক্ষে সবাইকে শারদীয় শুভেচ্ছাও জানিয়েছেন তিনি।
এক সাক্ষাৎকারে দুর্গাপূজার পরিকল্পনার কথা জানাতে গিয়ে জয়া বলেন, “পূজার সময় কলকাতা আমি খুব মিস করি। এমনিতেও কলকাতা এখন আমার সেকেন্ড হোম। তাই পূজার সময় আমি এখানেই কাটাতে বেশি ভালোবাসি। এবারেও এখানে থাকব।”
সিনেমার প্রচারে ইনফ্লুয়েন্সারদের ভূমিকা নিয়েও কথা বলেন তিনি। জয়া বলেন, “কোনো ছবি মুক্তির পর সেটির জনপ্রিয়তা গড়ে তুলতে ইনফ্লুয়েন্সাররা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। কনটেন্ট ক্রিয়েটরদের তৈরি ভিডিও শেষ পর্যন্ত ছবিরই উপকারে আসে।” দুই বাংলার দর্শকদের মন জয় করা এই অভিনেত্রী তার অভিনয় দক্ষতা ও ব্যক্তিত্ব দিয়ে সিনেমাপ্রেমীদের মুগ্ধ করে চলেছেন।