ছবির একটি দৃশ্যে ভূমিকা ও তার দিদির মধ্যে মতবিরোধের একটি সিনে অভিনয় করছিলেন সালমান ও ইন্দিরা। এই দৃশ্যের শুটিং চলাকালীন সালমান নাকি ইন্দিরাকে হুমকি দিয়ে বলেছিলেন, তার গায়ে হাত পড়লে তার ক্যারিয়ার শেষ করে দেবেন! এমনকী ইন্ডাস্ট্রিতে তিনি যেন আর কাজ না পান, সেই ব্যবস্থাও তিনি করবেন বলে জানান। সালমান আরও বলেন, যদি ইন্দিরা তার গায়ে হাত তোলেন, তবে তিনি সংবাদমাধ্যমের কাছে গিয়ে সব ফাঁস করে দেবেন এবং বলবেন, “তুমি আমাকে মেরেছো!”
এমন কথা শুনে ভয়ে কাঁদতে শুরু করেন ইন্দিরা। শুধু তাই নয়, সালমানের দেহরক্ষীও বারবার ইন্দিরাকে সতর্ক করে বলেন, “ভাইয়ের গায়ে হাত দিলে রক্ষে নেই!” এই ঘটনা প্রায় ঘণ্টাখানেক ধরে চলার পর সালমান এসে জানান, এসব তার সঙ্গে রসিকতা করা হচ্ছিল। ইন্দিরা কান্নাকাটি শুরু করলে সালমান হেসে ফেলেন।
সেটে সালমান খানের রসিক স্বভাব সবার কাছে বিখ্যাত। তিনি প্রায়ই সহ-অভিনেতাদের সঙ্গে এমন মজার কাণ্ড ঘটিয়ে থাকেন। ‘তেরে নাম’-এর সেটেও তার এই দুষ্টুমির শিকার হন ইন্দিরা কৃষ্ণন। এমন ঘটনা সালমানের ভক্তদের কাছে তার স্বাভাবিক রসবোধেরই একটি নিদর্শন বলে মনে করা হয়।