বলিউডের ভাইজানখ্যাত সুপারস্টার সালমান খানের জীবনে চড়াই-উতরাইয়ের মধ্যেও তিনি কাছের মানুষের প্রতি অটুট ভালোবাসা ও সমর্থনের জন্য পরিচিত। এবার তার দীর্ঘদিনের সঙ্গী ও দেহরক্ষী গুরমিত সিংহ জলি ওরফে শেরার পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। শেরার বাবা সুন্দর সিংহ জলি গতকাল বৃহস্পতিবার (৭ আগস্ট) ৮৮ বছর বয়সে প্রয়াত হয়েছেন। দীর্ঘদিন ধরে তিনি ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন। এই কঠিন সময়ে সালমান খান শেরার পাশে দাঁড়িয়েছেন, যা তার বন্ধুত্বপূর্ণ মনোভাবের আরেকটি প্রমাণ।
শেরা গত তিন দশক ধরে সালমান খানের ব্যক্তিগত দেহরক্ষী হিসেবে কাজ করছেন। তাদের সম্পর্ক শুধু পেশাদার নয়, বরং গভীর বন্ধুত্বের বন্ধনে আবদ্ধ। বলিউডে প্রচলিত একটি কথা—সালমানের মতো বন্ধু পাওয়া ভাগ্যের ব্যাপার। তিনি কাউকে বন্ধু হিসেবে গ্রহণ করলে তার জন্য সবকিছু করতে প্রস্তুত। শেরাও সালমানের এই বন্ধুত্বের সুফল পেয়েছেন এবং সময়ের সঙ্গে তিনি খান পরিবারেরই একজন সদস্যের মতো হয়ে উঠেছেন।
শেরা তার বাবার মৃত্যু নিয়ে একটি বিবৃতি প্রকাশ করেছেন, যেখানে তিনি এই শোকের মুহূর্তে সালমানের সমর্থনের কথা উল্লেখ করেছেন। তিনি জানান, সালমান তার বাবার মৃত্যুর খবর পাওয়া মাত্রই তার পাশে এসে দাঁড়িয়েছেন।
উল্লেখ্য, গুরমিত সিংহ জলি ওরফে শেরা ‘টাইগার সিকিউরিটি’ নামে একটি নিরাপত্তা সংস্থা প্রতিষ্ঠা করেছেন, যারা বলিউডের বহু তারকার জন্য কাজ করে। এই সংস্থার দেহরক্ষীরা অভিনেত্রী কারিনা কাপুর খান, ক্যাটরিনা কাইফ, হৃতিক রোশনসহ অনেকের নিরাপত্তার দায়িত্ব পালন করেন।
সালমান খানের এই মানবিক দিক সামাজিক মাধ্যমে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। ভক্তরা বলছেন, বিতর্ক যাই থাকুক, কাছের মানুষের প্রতি সালমানের ভালোবাসা ও দায়িত্ববোধ তাকে সত্যিকারের ‘ভাইজান’ করে তুলেছে।