সম্প্রতি নাটকটির শুটিং শেষ হয়েছে, এবং বর্তমানে চলছে পোস্ট প্রোডাকশনের কাজ। নাটকের গল্পে পাগলু একজন এমন ব্যক্তি, যার বয়স বেশি হলেও তিনি নিজেকে তরুণ ভাবতে ভালোবাসেন। বয়স লুকিয়ে রাখা, তরুণদের সঙ্গে বন্ধুত্ব করা, এমনকি এলাকার ঝগড়া-বিবাদ থেকে শুরু করে দোকানে মারামারি—সবকিছু সমাধানে তিনি আগ বাড়িয়ে এগিয়ে আসেন। এই অদ্ভুত কাণ্ডকারখানার মাঝেই পাগলুর জীবন গড়ে ওঠে। তবে তার এই আগ্রহী মনোভাব তাকে বিভিন্ন বিপদেও জড়িয়ে ফেলে, যা নাটকের গল্পকে আরও আকর্ষণীয় করে তুলেছে।
নাটকে পাগলুর চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম, এবং তার বিপরীতে ‘মায়া’ চরিত্রে দেখা যাবে সাফা কবিরকে। সাফা কবির বলেন, “গল্পটি দারুণ। যদিও এটি কমেডি ধাঁচের, তবে এর ভেতরে সামাজিক বার্তাও আছে। মোশাররফ ভাইয়ের সঙ্গে এর আগেও অনেক কাজ করেছি। আশা করছি, এই নাটকেও আমাদের রসায়ন দর্শকদের ভালো লাগবে।”
নাটকটির চিত্রনাট্য লিখেছেন সেজান নূর। এছাড়া মিলি বাশার, জাবেদ গাজীসহ আরও অনেকে নাটকে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। নির্মাতা সালমান রহমান খান নাটকটি নিয়ে বেশ আশাবাদী। তিনি জানান, পোস্ট প্রোডাকশনের কাজ শেষ হলেই নাটকটি কোন চ্যানেলে প্রচারিত হবে, তা চূড়ান্ত করা হবে।
দর্শকরা এই নতুন জুটি এবং পাগলুর অদ্ভুত জীবনের গল্প নিয়ে ইতোমধ্যেই উৎসুক। নাটকটি প্রচারের অপেক্ষায় থাকা দর্শকদের জন্য এটি একটি বিনোদনমূলক এবং হৃদয়স্পর্শী অভিজ্ঞতা হতে চলেছে বলে আশা করা যায়।