সম্প্রতি ম্রুণাল তার ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন, যেখানে তিনি বলেন, “আপাতত আমার পুরো মনোযোগ আমার ক্যারিয়ারের দিকে। অন্য কিছু ভাবার সময় নেই। কিছু ব্যক্তিগত বিষয় আছে, যা এখনো ব্যক্তিগতই রাখতে চাই। কারণ, এখনো তা প্রকাশ করার সময় আসেনি। এখন আমার ক্যারিয়ারই মুখ্য, তাই এ বিষয়েই কথা বলতে চাই।” ম্রুণালের এই মন্তব্যের পর অনেকেই ধারণা করছেন, তার ব্যক্তিগত বিষয়টি হলো ধনুষের সঙ্গে সম্পর্ক।
এই গুঞ্জনের সূত্রপাত কীভাবে? সম্প্রতি ম্রুণালের জন্মদিনের অনুষ্ঠানে ধনুষের উপস্থিতি সবার নজর কেড়েছে। সেখানে তাদের হাত ধরে ঘনিষ্ঠভাবে দেখা গেছে, যা থেকে প্রেমের গুঞ্জন ছড়ায়। এছাড়া, ম্রুণালের ‘সন অব সর্দার’ সিনেমার প্রিমিয়ারে মুম্বাইয়ে ধনুষের উপস্থিতি এই গুঞ্জনকে আরও জোরদার করেছে। দক্ষিণী এই নায়কের এমন উপস্থিতি দেখে অনেকেই মনে করছেন, ধনুষ ও ম্রুণাল প্রেমে হাবুডুবু খাচ্ছেন।
প্রসঙ্গত, ২০২২ সালে ধনুষের স্ত্রী ঐশ্বর্যা রজনীকান্তের সঙ্গে ১৮ বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন। এই বিচ্ছেদের পর এবার নতুন সম্পর্কে জড়িয়েছেন ধনুষ, এমনটাই ধারণা করছে গুঞ্জনপাড়া।