পাকিস্তানি সাংবাদিক মুবাসের লুকম্যানের চাঞ্চল্যকর দাবি, সাইফ ও কারিনার দাম্পত্য জীবনে নাকি ক্রমেই জটিলতা বাড়ছে। তিনি জানান, এক ভারতীয় সূত্র থেকে এ তথ্য পেয়েছেন। যদিও তিনি কোনো নির্দিষ্ট প্রমাণ বা সংবাদমাধ্যমের উল্লেখ করতে পারেননি।
মুবাসেরের আরও দাবি, কারিনা নাকি সাইফকে অন্য এক নারীর সঙ্গে হাতেনাতে ধরেছেন, যা থেকে তাদের সম্পর্কে চিড় ধরেছে। এছাড়াও, সাইফ নাকি কাতারে গিয়ে পাকাপাকিভাবে বসবাস করতে চান, কিন্তু কারিনা দেশ ছেড়ে বিদেশে থাকতে রাজি নন। এ নিয়ে তাদের মধ্যে তীব্র মনোমালিন্য তৈরি হয়েছে বলেও জানান তিনি।
এর মধ্যে আরও বিস্ফোরক দাবি করেছেন এই পাকিস্তানি সাংবাদিক। তিনি বলেন, সাইফ আলি খানের ওপর যে হামলা হয়েছিল, তার নেপথ্যে নাকি কারিনা কাপুর জড়িত ছিলেন। তবে এই দাবিকে বলিপাড়ার একাংশ পুরোপুরি ভিত্তিহীন বলে মনে করছেন। সাইফ বা কারিনার পক্ষ থেকে এখনো এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।