এর আগে অভিনেত্রী মালাইকা অরোরার সঙ্গে বিবাহবিচ্ছেদের পর মডেল জর্জিয়া অ্যান্দ্রিয়ানির সঙ্গে দীর্ঘ সম্পর্কে ছিলেন আরবাজ। তবে সেই সম্পর্ক বিয়েতে রূপ নেয়নি। হঠাৎ করেই জনপ্রিয় রূপটান শিল্পী সুরা খানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। এখন তারা তাদের প্রথম সন্তানের জন্য অপেক্ষা করছেন, যা আরবাজের জীবনে দ্বিতীয়বার বাবা হওয়ার অভিজ্ঞতা নিয়ে আসবে।
আরবাজ খানের জন্মদিনের আগের রাতে তাকে স্ত্রী সুরার সঙ্গে পোজ দিতে দেখা গেছে। প্রথমে ক্যামেরার সামনে আসতে অনিচ্ছুক থাকলেও পরে স্বামীর হাত ধরে হাসিমুখে পোজ দেন সুরা। পেশায় একজন খ্যাতনামা রূপটান শিল্পী সুরা খান বিয়ের পর থেকে স্বামীর সঙ্গে একান্তে ছিলেন, আলোচনার বাইরে। তবে এবার অন্তঃসত্ত্বা স্ত্রীর হাত ধরে প্রকাশ্যে এসে আরবাজ যেন নিজের মুখেই এই খুশির খবর জানিয়ে দিলেন।