নাটকটির শুটিং বেশ কিছুদিন আগেই শেষ হয়েছে, এবং বর্তমানে চলছে সম্পাদনার কাজ। নির্মাতা জানিয়েছেন, আগামী ১৪ আগস্ট নাটকটি ক্যাপিটাল ড্রামা ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে।
নাটকের কাহিনিতে দেখা যাবে, হৃদির (নীহা) বাবা বন বিভাগের একজন কর্মকর্তা। নতুন একটি এলাকায় বদলি হয়ে আসার পর হৃদি ভর্তি হয় স্থানীয় একটি কলেজে। সেখানে তার পরিচয় হয় কলেজের সবচেয়ে দুষ্টু ছাত্র সাদের (ইয়াশ) সঙ্গে। সাদের দুষ্টুমি এবং হৃদির শান্ত স্বভাবের মধ্যে তৈরি হয় এক মজার রসায়ন। সাদ হৃদির প্রেমে পড়ে, কিন্তু হৃদি তাকে সরাসরি সাড়া না দিয়ে একটি চ্যালেঞ্জ ছুঁড়ে দেয়। তাকে পেতে হলে সাদকে পূরণ করতে হবে কয়েকটি ‘উইশ’। সাদ এই চ্যালেঞ্জে রাজি হয়ে যায়। তবে এই রহস্যময় উইশগুলো কী, তা জানতে দর্শকদের অপেক্ষা করতে হবে নাটকটির মুক্তি পর্যন্ত।
নাটকটি নিয়ে নির্মাতা জাকারিয়া সৌখিন বলেন, “ইয়াশের সঙ্গে এটি আমার প্রথম কাজ। ও খুব মনোযোগী এবং সিরিয়াস অভিনেতা। আর নীহা আমার পুরোনো সহকর্মী, তার সঙ্গে কাজ করাও দারুণ অভিজ্ঞতা।”
অভিনেতা ইয়াশ রোহান বলেন, “‘উইশ কার্ড’ একটি দারুণ এনার্জেটিক নাটক। সৌখিন ভাই প্রতিটি দৃশ্য খুব যত্ন নিয়ে তৈরি করেছেন। দর্শকদের ভালো লাগবে বলে আশা করি।”
নায়িকা নাজনীন নীহা জানান, “সৌখিন ভাইয়ার সঙ্গে এটি আমার চতুর্থ কাজ। এর আগে ‘মনদুয়ারী’, ‘মেঘবালিকা’ ও ‘লাভ রেইন’ নাটকে একসঙ্গে কাজ করেছি। এই নাটকে আবেগ, হাসি, প্রেম—সবকিছুই আছে। দর্শকদের ভালো লাগবে বলে বিশ্বাস করি।” ‘উইশ কার্ড’ নাটকে রয়েছে একটি গান, যা লিখেছেন রবিউল ইসলাম জীবন এবং সুর-সংগীত করেছেন সাজিদ সরকার।