সংবাদমাধ্যমের সঙ্গে আলাপে রিয়া মনি বলেন, “আমি হিরো আলমকে ডিভোর্স দিয়েছি। কয়েকদিনের মধ্যেই সে কাগজ পেয়ে যাবে।” এ সময় তিনি তার বন্ধু ম্যাক্স অভির সঙ্গে সম্পর্ক নিয়ে বলেন, “অভির সঙ্গে কোনো অনৈতিক সম্পর্ক নেই। আমাদের মধ্যে ভালো বন্ধুত্ব আছে।” তিনি আরও বলেন, “ডিভোর্স চূড়ান্ত হতে তিন মাস অপেক্ষা করতে হবে। এরপর যদি ম্যাক্স অভিকে উপযুক্ত মনে হয়, তবে বিয়ে করতেও পারি। সে আমার ভালো বন্ধু।”
এর আগে হিরো আলম তার সামাজিক মাধ্যমে বেশ কিছু ভিডিও প্রকাশ করেন, যেখানে রিয়া মনিকে ম্যাক্স অভির সঙ্গে দেখা যায়। হিরো আলম দাবি করেন, রিয়া মনি ম্যাক্স অভির সঙ্গে পরকীয়ায় লিপ্ত। তিনি বলেন, “অনেকবার ক্ষমা করেছি রিয়া মনিকে। মেয়ের মাথায় কোরআন রেখে শপথ করে বলেছিল, ম্যাক্স অভির সঙ্গে আর কথা বলবে না। সে কথা রাখেনি। তার কথা মেনে আমি বগুড়ায় বাড়ি রং করতে গিয়েছি। সেদিন রাতে সে ম্যাক্স অভির সঙ্গে কক্সবাজার গিয়েছে। আমার ফোন ধরে না, আমাকে ব্লক লিস্টে রেখেছে। অন্য ফোন থেকে ভিডিও কল দিলেও ধরে না। সবকিছুই প্রমাণসহ কথা বলতে চাই।”
রিয়া মনির সঙ্গে সম্পর্কের টানাপোড়েনে দীর্ঘদিন ধরে হতাশায় ভুগছিলেন হিরো আলম। এমনকি হতাশার কারণে তিনি আত্মহত্যার চেষ্টাও করেছিলেন। তখন সবাইকে অবাক করে দিয়ে রিয়া মনি তার পাশে দাঁড়িয়েছিলেন। তবে এবার তাদের সম্পর্কে আবারও ফাটল ধরেছে।