আগামী ৩৬ জুলাই অর্থাৎ ৫ আগস্ট, গানটি শিল্পীর নিজস্ব ইউটিউব চ্যানেল ‘K M Anisur Rahman’-এ প্রকাশিত হবে। এই গানটি উৎসর্গ করা হয়েছে জুলাই অভুত্থ্যানে নিহত এবং আহত হওয়া সকল সংগ্রামী মানুষকে।
গানটির কথা ও সুর করেছেন রানা নিজেই। কানাডায় থেকেই গানটির রেকর্ডিং, লেখা ও সুর তৈরির কাজ শেষ করেছেন তিনি। মিক্সিং ও মাস্টারিং করেছেন ব্যান্ড এলআরবি’র প্রাক্তন গিটারিস্ট আবদুল্লাহ আল মাসুদ, স্টুডিও ম্যাসে। ভিডিওগ্রাফিতে ছিলেন এসএইচ পলাশ এবং কোরিওগ্রাফিতে অংশ নিয়েছে নৃত্যকলা একাডেমি।
এ প্রসঙ্গে কে এম আনিসুর রহমান রানা বলেন,
“জুলাই ৩৬ স্মরণে এটি আমার একান্ত শ্রদ্ধার্ঘ্য। যারা জীবনের মায়া ত্যাগ করে দেশের জন্য সংগ্রামে নেমেছিলেন, তাদের কারণেই আমরা পেয়েছি নতুন এক বাংলাদেশ। এই গানটি তাদের জন্য আমার ক্ষুদ্র শ্রদ্ধা।”
প্রবাসে থেকেও দেশের ইতিহাস ও সংগ্রামকে গভীরভাবে অনুভব করে সেই চেতনাকে সংগীতের মাধ্যমে তুলে ধরতে চান রানা। ‘অগ্নিস্নান’ গানটির মাধ্যমে আবারও উঠে আসবে এক সংগ্রামী অধ্যায়ের গল্প—গানে, সুরে ও চিত্রে।