তবে ভাঙনের গল্পে যাওয়ার আগে ফিরে দেখা যাক শুরুটা। ২০০৯ সালে রাজ চক্রবর্তীর পরিচালনায় ‘চ্যালেঞ্জ’ সিনেমা দিয়ে শুরু হয় দেব–শুভশ্রীর জুটির যাত্রা। ছবিটি ব্লকবাস্টার হিট হয়। এরপর ‘পরাণ যায় জ্বলিয়া রে’, ‘রোমিও’, ‘খোকাবাবু’র মতো একাধিক সফল সিনেমায় জুটি বাঁধেন তাঁরা।
‘পরাণ যায় জ্বলিয়া রে’ সিনেমার সময় থেকেই তাঁদের প্রেমের গুঞ্জন জোরালো হয়। সম্পর্ক পৌঁছে যায় পারিবারিক পর্যায়ে। কিন্তু হঠাৎ করেই সব বদলে যায়। দেবের জীবনে চলে আসেন রুক্মিণী মৈত্র। সেই সময় তিনি মডেল হিসেবে কাজ করতেন, অভিনয়ে নাম লেখাননি। রুক্মিণীর সঙ্গে দেবের সম্পর্ক গোপন থাকে না, শুভশ্রী বিষয়টি জেনে ফেলেন এবং একসময় সম্পর্ক ভেঙে যায়।
২০১৩ সালে মুক্তি পায় দেব-শুভশ্রীর শেষ সিনেমা ‘খোকা ৪২০’। সম্পর্কের ইতি টানার পর ২০১৫ সালে তাঁরা আবার একসঙ্গে কাজ করেন ‘ধূমকেতু’ সিনেমায়, যদিও সেই সিনেমাটি নানা কারণে মুক্তি পায়নি। অবশেষে দশ বছর পর এই আগস্ট মাসে মুক্তি পাচ্ছে ছবিটি। আর তাতেই আবারও ফিরে এসেছে দেব-শুভশ্রীর পুরোনো প্রেম নিয়ে চর্চা।
শুভশ্রী এক সাক্ষাৎকারে জানান, "আমরা দুজনই পেশাদার শিল্পী। ভালো স্ক্রিপ্ট হলে ভবিষ্যতে আবার একসঙ্গে কাজ করতে কোনো সমস্যা নেই।" অন্যদিকে দেব বলেন, "এই জন্মে না শুভশ্রী তার নাম থেকে দেবকে সরাতে পারবে, না আমি আমার নাম থেকে শুভশ্রীকে সরাতে পারব।"
‘ধূমকেতু’ মুক্তির অপেক্ষায় রয়েছেন নির্মাতা রাজ চক্রবর্তীও। দেবের বর্তমান সঙ্গী রুক্মিণী মৈত্র বলেন, “আমি জানি, দেব নিজে এই ছবির মুক্তির জন্য কতটা অপেক্ষা করেছে।”
দর্শকদের কাছেও এই ছবির মুক্তি যেন ফিরে দেখা একটি স্মৃতি, একটি অসমাপ্ত প্রেমের অনুরণন।