পোস্টে মিষ্টি লিখেছেন, “আজ এতিম আমি। কেউ আর আমাকে আব্বু বলে ডাকবে না। কেউ বলবে না, ‘বাবু তুমি কই!’ আমার সব শক্তি শেষ হয়ে গেছে। বাবাকে দিন-রাত দেখার ব্যস্ততা নেই। নিঃশ্বাস বন্ধ হয়ে যায় আমার। আমার আর কেউ থাকল না।”
তিনি আরও লিখেছেন, “আব্বু আর আম্মুকে নিয়ে আমার পৃথিবী ছিল। আর এই দিনে যারা পাশে ছিলেন, সবার কথা স্মরণ থাকবে। সব কিছুর বিনিময়ে যদি বাবাকে ফিরে পেতাম!”
২০১৪ সালে ‘লাভ স্টেশন’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় মিষ্টি জান্নাতের। পরবর্তীতে কয়েকটি সিনেমায় অভিনয় করলেও সাম্প্রতিক সময়ে অভিনয়ের চেয়ে ব্যক্তিগত নানা ঘটনায় তিনি সংবাদের শিরোনামে এসেছেন বেশি।
বাবার মৃত্যুর পর মিষ্টি জান্নাতের এই শোকবার্তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। অনেক ভক্ত ও সহকর্মী অভিনেত্রীকে সান্ত্বনা জানিয়ে মন্তব্য করেছেন।
একজন মেয়ের জীবনে বাবার অবস্থান কতটা গুরুত্বপূর্ণ—মিষ্টির লেখায় যেন সেই হৃদয়বিদারক সত্যই উঠে এসেছে।