সোশ্যাল মিডিয়ায় নিজের এই সমস্যার কথা জানিয়ে একটি ছবি শেয়ার করেছেন উরফি। ছবিতে দেখা যাচ্ছে, তিনি গাড়িতে বসে আছেন, মাথায় হাত দিয়ে, মুখে কোথাও যেন ওষুধ বা ক্রিম লাগানো রয়েছে। সঙ্গে ক্যাপশনে তিনি লিখেছেন, “সবাই এত নজর লাগিয়েছে যে মুখের এত দুরাবস্থা।”
এর আগে ফিলার অপসারণের পরও উরফির মুখ ফুলে গিয়েছিল। চেহারার পরিবর্তন এতটাই ছিল যে তিনি নিজেকে চিনতে পারছিলেন না বলে জানিয়েছিলেন। এবার মাকড়সার কামড়ে মুখের একাংশ ফুলে গেছে, এবং তার চেহারায় ফুটে উঠেছে ক্লান্তি ও কষ্টের ছাপ।
এই পরিস্থিতিতে উরফির অনুরাগীরা বেশ উদ্বিগ্ন। সোশ্যাল মিডিয়ায় অনেকেই তার দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করছেন।
প্রসঙ্গত, উরফি জাভেদ তার অনন্য পোশাক ও চর্চিত ফ্যাশন সেন্সের জন্য প্রায়ই আলোচনায় থাকেন। তবে সৌন্দর্য ধরে রাখতে বিভিন্ন বিউটি ট্রিটমেন্ট বা ফিলারের ব্যবহার মাঝেমধ্যেই তার জন্য সমস্যার কারণ হয়ে দাঁড়াচ্ছে।