সম্প্রতি একটি টিভি শোতে অংশ নিয়ে পরিণীতি তাদের বিয়ে ও সম্পর্ক নিয়ে খোলামেলা কথা বলেছেন। তিনি জানান, বিয়ের আগে তিনি রাঘব চাড্ডাকে চিনতেন না। যেদিন প্রথমবার রাঘবের সঙ্গে দেখা হয়, বাড়ি ফিরে তিনি গুগল করে প্রথমে জানতে চান রাঘবের বয়স কত। এরপর দেখেন রাঘব বিবাহিত কিনা, পার্লামেন্টে তিনি কী কাজ করেন এবং তার উচ্চতা কত। পরিণীতি জানান, তিনি লম্বা ছেলে পছন্দ করেন, তাই রাঘবের উচ্চতা তার কাছে গুরুত্বপূর্ণ ছিল।
পরিণীতি আরও বলেন, “ওই অনুষ্ঠানে প্রথম দেখাতেই আমার মনে একটা আভাস এসেছিল যে, রাঘবের সঙ্গেই আমার বিয়ে হতে পারে।” তিনি এই কথা রাঘবের সঙ্গে শেয়ার করেছিলেন, আর রাঘব এই গল্প শুনে খুব মজা পান। রাঘব নিজেও হাসতে হাসতে বলেছিলেন, তার উচ্চতা বেশ ভালো।
প্রসঙ্গত, পরিণীতি চোপড়া বলিউডে তার ক্যারিয়ার শুরু করেন ‘লেডিজ ভার্সেস রিকি বহেল’ সিনেমার মাধ্যমে। এরপর তিনি ‘ইকবাল’, ‘শুদ্ধ দেশি রোমান্স’, ‘হাসি তো ফাঁসি’, ‘দাওয়াতে ইশক’, ‘কিল দিল’সহ বেশ কয়েকটি উল্লেখযোগ্য সিনেমায় অভিনয় করেছেন।