তমা মির্জা বলেন, “‘সুড়ঙ্গ ২’-এর একটা আভাস আমরা পেয়েছি। অবশ্যই আসবে, হয়তো তাড়াতাড়ি, কিন্তু সেটার সঙ্গে আমার সম্পৃক্ততা নিয়ে প্রডাকশন হাউজ, পরিচালক বা কারো সঙ্গে এখনো বিস্তারিত কথা হয়নি।” তিনি আরও যোগ করেন, “‘সুড়ঙ্গ’ ছবির চরিত্র ময়না এবং আফরান নিশোর মাসুদ বাস্তব জীবনের প্রতিচ্ছবি। আমি সব সময় বলি, মাসুদরা কখনো ভালো হয় না, ময়নারাও ভালো হয় না। মাসুদ-ময়না আমাদের সমাজের আনাচে-কানাচে ছড়িয়ে আছে।”
তমা মির্জা তার চরিত্র ময়নার লোভী প্রকৃতি এবং মাসুদের সরলতা ও ভালোবাসার প্রসঙ্গ টেনে বলেন, “ময়নার মতো লোভী মানুষ আমাদের সমাজে রয়েছে। আবার মাসুদের মতো বোকা, বউকে ভীষণ ভালোবাসা ও অন্ধভাবে বিশ্বাস করা মানুষও আছে, যারা ঠকার পর প্রতিশোধ নেয়। এমন চরিত্র আমাদের চারপাশে দেখা যায়।”
তমা মির্জাকে সর্বশেষ দেখা গেছে ‘দাগি’ সিনেমায়, যা গত ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে মুক্তি পায়। ছবিটি দেশ-বিদেশে ব্যাপক ব্যবসাসফল হয়। তবে এরপর তিনি নতুন কোনো প্রজেক্টের ঘোষণা দেননি। ‘সুড়ঙ্গ ২’ নিয়ে তার এই বক্তব্য দর্শকদের মধ্যে নতুন করে উৎসাহ জাগিয়েছে। তবে ছবিটির নির্মাণ ও তার অংশগ্রহণ নিয়ে এখনো স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।