অনেকে প্রশ্ন তুলেছেন, ধর্মীয় চেতনা জাগ্রত হওয়ার পরও কেন তিনি অভিনয় চালিয়ে যাচ্ছেন? সম্প্রতি সাংবাদিকদের দেওয়া এক সাক্ষাৎকারে এই বিতর্কের জবাব দিয়েছেন অহনা। তিনি জানান, উপার্জনের বিকল্প কোনো মাধ্যম থাকলে তিনি শোবিজ ছেড়ে দিতেন।
অহনা বলেন, “ইনকাম সোর্সের এই মুহূর্তে অন্য কোনো পথ থাকলে আমি সেখানেই যেতাম। কিন্তু নাই, এজন্য আমাকে কাজ করতে হচ্ছে। কারণ বসে থাকলে রাজার সম্পত্তিও ফুরিয়ে যায়।”
সমালোচকদের উদ্দেশে তিনি আরও বলেন, “আপনাদের যদি মনে হয়, সিমপ্যাথির জন্য মাথায় কাপড় দিচ্ছি, এসব বলছি... এতে আপনাদের যদি দয়া হয়, খুব কষ্ট লাগে, তাহলে আমার মাসিক খরচটা আপনারা এসে দিয়ে যান। এখানে টিভি চ্যানেলের বিকাশ নম্বর আছে, সেখানে এসে দিয়ে যান।”
অহনার এই স্পষ্টবক্তা ও সৎ মনোভাব নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি করেছে। কেউ তার সততার প্রশংসা করছেন, আবার কেউ এখনো তার অভিনয় চালিয়ে যাওয়া নিয়ে প্রশ্ন তুলছেন। তবে অহনা তার জীবন ও পেশাগত সিদ্ধান্তে অটল রয়েছেন, এবং ধর্মীয় মূল্যবোধের সঙ্গে পেশাগত জীবনের ভারসাম্য বজায় রাখার চেষ্টা করে যাচ্ছেন।