সমাজবাদী পার্টির সাংসদ ও প্রখ্যাত অভিনেত্রী জয়া বচ্চন ভক্তদের সঙ্গে রূঢ় আচরণের জন্য প্রায়ই সমালোচনার মুখে পড়েন। এবার দিল্লির কনস্টিটিউশন ক্লাবে এক দলীয় কর্মীকে ধাক্কা দেওয়ার ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
মঙ্গলবার (১২ আগস্ট ২০২৫) ঘটে যাওয়া এই ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, একজন ভক্ত সেলফি তুলতে চাইলে জয়া বচ্চন মেজাজ হারিয়ে তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেন এবং বলেন, “ক্যা কর রাহে হ্যায় আপ? এ কেয়া হ্যায়?” (আপনি কী করছেন? এটা কী?)। এই ঘটনায় উপস্থিত সবাই হতবাক হয়ে যান। শিবসেনা (ইউবিটি) নেত্রী ও সাংসদ প্রিয়াঙ্কা চতুর্বেদী ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এবং তিনি ঘটনার পর পাশে সরে যান।
এই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তীব্র সমালোচনার মুখে পড়েন জয়া। বিজেপি সাংসদ ও অভিনেত্রী কঙ্গনা রনৌত ভিডিওটি শেয়ার করে জয়া বচ্চনকে কটাক্ষ করে লিখেছেন, “সবচেয়ে বিকৃত ও সুবিধাপ্রাপ্ত মহিলা। তার বদমেজাজ মানুষ সহ্য করে শুধু অমিতাভ বচ্চনের স্ত্রী বলে। টুপি দেখতে লাগছে মোরগের ঝুঁটির মতো, আর ঝগড়ার সময় মনে হচ্ছে মারকুটে মুরগি। কী অপমানজনক এবং লজ্জাজনক!”
সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। একজন ব্যবহারকারী লিখেছেন, “সে কেন এত রেগে থাকে সবসময়?” আরেকজন বলেন, “অনুমতি ছাড়া সেলফি তোলা ঠিক নয়, তবে তিনি ভদ্রভাবে প্রত্যাখ্যান করতে পারতেন।”
এর আগেও জয়া বচ্চন পাপারাৎজি ও ভক্তদের সঙ্গে রূঢ় আচরণের জন্য সমালোচিত হয়েছেন। গত বছর রাজ্যসভায় তাকে “জয়া অমিতাভ বচ্চন” হিসেবে পরিচয় দেওয়ায় তিনি সভাপতি জগদীপ ধনখড়ের সঙ্গে তর্কে জড়ান। সম্প্রতি সংসদে ‘অপারেশন সিন্দুর’ নিয়ে বিতর্কের সময়ও তিনি সহকর্মী প্রিয়াঙ্কা চতুর্বেদীকে “আমাকে নিয়ন্ত্রণ করবেন না” বলে ধমক দেন।
এই ঘটনা নিয়ে জয়া বচ্চন বা সমাজবাদী পার্টি এখনো কোনো বিবৃতি দেয়নি। তবে এটি জনপ্রতিনিধিদের আচরণ ও ব্যক্তিগত সীমানা নিয়ে বিতর্ককে আরও উসকে দিয়েছে।