বরফে ঢাকা কাশ্মীরের দুর্গম পাহাড়, ঝোড়ো হাওয়া আর বৈরী আবহাওয়ার কবলে পড়ে লেহ-লাদাখে আটকা পড়েছেন বলিউড অভিনেতা আর মাধবন। টানা চার দিন ধরে পাহাড়ঘেরা নির্জন প্রান্তরে আটকে থাকার অভিজ্ঞতা তিনি নিজেই জানিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমে।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, ভারী বর্ষণে জম্মু ও কাশ্মীর বিপর্যস্ত। বিমান চলাচল বন্ধ রয়েছে, সেতু ভেঙে পড়েছে এবং বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে। মোবাইল টাওয়ার ও বিদ্যুতের খুঁটি ভেঙে যাওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়েছে।
এমন প্রাকৃতিক দুর্যোগের মধ্যেই মাধবন ইনস্টাগ্রাম স্টোরিতে লাদাখের আকাশের একটি ছবি শেয়ার করেছেন। ক্যাপশনে তিনি লিখেছেন, “আগস্ট শেষে লাদাখের পাহাড়ের চূড়ায় ইতিমধ্যেই বরফ জমেছে। চার দিনের অবিরাম বৃষ্টিতে লেহ থেকে বিমান চলাচল বন্ধ, তাই আমি আটকে পড়েছি।”
‘থ্রি ইডিয়টস’ সিনেমার শুটিংয়ের জন্য এই অঞ্চলে এসেছিলেন মাধবন। সেই স্মৃতি স্মরণ করে তিনি লিখেছেন, “২০০৮ সালে তিন দিনের শুটিং শিডিউলে এসেছিলাম। হঠাৎ তুষারপাত শুরু হলে আমরা পালিয়ে যেতে বাধ্য হই। তবে লেহ-লাদাখের অপার প্রাকৃতিক সৌন্দর্য আমাকে মুগ্ধ করে। আশা করি, আকাশ পরিষ্কার হবে, বিমান নামবে এবং আমি বাড়ি ফিরতে পারব।”
এদিকে, লাদাখে সমস্যার মাত্রা দিন দিন বাড়ছে। কেন্দ্রশাসিত এই অঞ্চলের বিস্তীর্ণ এলাকায় টেলিকম পরিষেবা ভেঙে পড়েছে। লাখ লাখ মানুষ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ছে। এছাড়াও, একাধিক পাহাড়ি রাস্তায় ভূমিধসের কারণে জাতীয় সড়কে যান ও ট্রেন চলাচল স্থগিত রয়েছে।