বলিউডের আইকনিক অভিনেত্রী কঙ্গনা রানাউত রাজনীতির মঞ্চ ছেড়ে ফের বড় পর্দায় ফিরতে চলেছেন। রাজনীতির জটিলতা ও কাজের চাপে হতাশ হয়ে তিনি আবারও অভিনয়ের জগতে ফিরে আসার ইঙ্গিত দিয়েছেন। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, নিজের সুপারহিট ছবিগুলোর সিকুয়েল নিয়ে দর্শকদের মুগ্ধ করতে প্রস্তুত কঙ্গনা।
আগামী নভেম্বর থেকে শুরু হচ্ছে ‘কুইন টু’-এর শুটিং। ছবির চিত্রনাট্য ইতোমধ্যে প্রস্তুত, এবং ভারত ও লন্ডনে হবে শুটিং। এ ছাড়া, ‘তনু ওয়েড্স মনু’ সিরিজের তৃতীয় কিস্তির প্রস্তুতিও শুরু করেছেন তিনি। ২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত ‘তনু ওয়েড্স মনু রিটার্ন্স’ বক্স অফিসে ব্যাপক সাফল্য অর্জন করেছিল। বলিউডের এক ঘনিষ্ঠ সূত্র জানায়, ‘কুইন ২’-এর কাজ শেষ হওয়ার পর ২০২৬ সালে আনন্দ এল রাই পরিচালিত এই ছবির শুটিং শুরু করবেন কঙ্গনা।
২০২৪ সালের লোকসভা নির্বাচনে বিজেপির টিকিটে মান্ডি থেকে সাংসদ নির্বাচিত হয়েছিলেন কঙ্গনা। কিন্তু মাত্র এক বছরের মধ্যেই রাজনীতির জটিলতা ও দায়িত্ব নিয়ে একাধিকবার হতাশা প্রকাশ করেছেন তিনি। তার মতে, সাধারণ মানুষ নালা পরিষ্কার থেকে রাস্তা সংস্কারের মতো সমস্যার সমাধানের জন্য তার কাছে আসছেন, যা তার প্রত্যাশার বাইরে। এ ছাড়া রাজনীতির আর্থিক দিক নিয়েও অসন্তোষ প্রকাশ করেছেন তিনি।
অভিনয়ের মঞ্চে একের পর এক আইকনিক চরিত্রে দর্শকদের মন জয় করে আসা কঙ্গনা কি তবে রাজনীতির মায়া কাটিয়ে পুরোপুরি পর্দায় ফিরছেন? তার ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন তার ফিরে আসার।