টালিউডের জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী এখন আলোচনার কেন্দ্রবিন্দু। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ‘ধূমকেতু’ সিনেমায় তাঁর অভিনয় দর্শকদের মুগ্ধ করেছে। তবে এবার তিনি আলোচনায় এসেছেন ভিন্ন এক কারণে। ‘ধূমকেতু’ সিনেমার মুক্তির আগে পূজা দিতে গিয়েছিলেন দেব, শুভশ্রী, পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় ও প্রযোজক রানা সরকার। সেদিন লাল শাড়িতে সেজে অভিনেত্রী সকলের দৃষ্টি কেড়েছিলেন। তবে সবচেয়ে বেশি নজর কাড়ে তাঁর ঘাড়ে আঁকা একটি ট্যাটু।
এই ট্যাটু নিয়ে নেটিজেনদের মধ্যে প্রশ্ন ওঠে—কার নামে এই উল্কি করিয়েছেন শুভশ্রী? ভারতের একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, “এই ট্যাটু প্রায় সাত-আট বছর আগে করা। এতদিন পরে সবার নজরে পড়েছে জেনে অবাক হয়েছি। এই ট্যাটুতে লেখা আছে ‘মিসেস চকো’।” তিনি জানান, স্বামী রাজ চক্রবর্তীর পদবি ‘চক্রবর্তী’র সঙ্গে মিলিয়ে তিনি এই ট্যাটু করিয়েছেন।
শুভশ্রীর এই ট্যাটু দেখে অনেকে বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের প্রসঙ্গ টেনেছেন। দীপিকা একসময় রণবীর কাপুরের সঙ্গে প্রেমের সম্পর্কে থাকাকালীন তাঁর নামে একটি ট্যাটু করিয়েছিলেন, যদিও সেটি এখন আর নেই। শুভশ্রীর ট্যাটু দেখে নেটিজেনদের মনে দীপিকার সেই পুরোনো ট্যাটুর কথা মনে পড়ে গেছে। এই ঘটনা সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।