ডলি জহুরের এই অভিজ্ঞতা ঢালিউডে নতুন নয়। অনেক অভিনয়শিল্পী ও কলাকুশলীই প্রযোজক ও পরিচালকদের কাছে তাদের প্রাপ্য পারিশ্রমিক পাননি। কেউ কেউ প্রয়াত হয়েছেন, কিন্তু তাদের পরিবারও এই বকেয়া টাকা পায়নি। অনেক ক্ষেত্রে পরিচিতজনরাও যোগাযোগ বন্ধ করে দিয়েছেন।
প্রবীণ অভিনেতা আবুল হায়াত জানান, সিনেমায় নিয়মিত কাজ করার সময় তারও অনেক পারিশ্রমিক বকেয়া পড়েছিল। তিনি বলেন, “অনেকবার চেয়েছিলাম, কিন্তু না পেয়ে আর চাইনি। সম্মানীর সঙ্গে সম্মান জড়িত। পারিশ্রমিক না দেওয়া মানে অসম্মান করা।” তিনি নিজে পরিচালক ও প্রযোজক হিসেবে সবসময় শিল্পীদের পারিশ্রমিক সময়মতো পরিশোধ করার চেষ্টা করেছেন, এমনকি নিজের টাকা দিয়ে হলেও। তবে তিনি এও জানান, একটি বন্ধ হয়ে যাওয়া টেলিভিশন চ্যানেলের কাছে তার পাওনা রয়েছে, যা এখন আর দাবি করার উপায় নেই।
কাজী হায়াৎ, আরেক প্রবীণ অভিনেতা ও পরিচালক, বলেন, “অভিনেতা হিসেবে আমার তেমন পাওনা নেই। তবে পরিচালক হিসেবে আমি অনেক ঠকেছি।” তিনি আরও বলেন, অনেক প্রযোজক ও পরিচালক এখন আর কাজ করেন না বা এই দুনিয়ায় নেই। তিনি এসব নিয়ে আর অভিযোগ করতে চান না।
এই সমস্যা শুধু অভিনেতাদের মধ্যেই সীমাবদ্ধ নয়। প্রয়াত অভিনেতা দিলদারের মেয়ে মাসুমা আক্তার জানান, তাদের পরিবার ঢালিউড প্রযোজকদের কাছে ৮০ লাখ টাকার বেশি পাওনা ছিল। তবে তার বাবা মারা যাওয়ার পর কেউই এই টাকা পরিশোধ করেননি। প্রয়াত অভিনেতা মিজু আহমেদের মেয়ে কেয়া আহমেদ বলেন, তিনি জানতেন তাদের বাবার পাওনা ছিল, কিন্তু কারও কাছে দাবি করার মতো তথ্য না থাকায় তারা এগোতে পারেননি।
অভিনেতা জ্যাকি আলমগীর জানান, তারও কয়েক লাখ টাকা পাওনা রয়েছে, তবে তিনি এ নিয়ে আর দাবিদাওয়া করতে চান না। কলাকুশলীদের মধ্যেও এই সমস্যা রয়েছে। সম্পাদক সিমিত রায় ফেসবুকে জানিয়েছিলেন, তিনি একাধিক প্রযোজকের কাছে সম্পাদনার পারিশ্রমিক পাননি। এমনকি জরুরি প্রয়োজনেও তিনি বারবার চেয়ে ব্যর্থ হয়েছেন।
এক জনপ্রিয় অভিনেত্রী নাম প্রকাশ না করার শর্তে বলেন, দেড় বছর ধরে দুজন পরিচালকের কাছে তার ১ লাখ ৮০ হাজার টাকা পাওনা রয়েছে। তিনি বলেন, “অনেকে কথা দেন, কিন্তু কথা রাখেন না। টাকাপয়সা নিয়ে মিডিয়ার কাউকে বিশ্বাস করা যায় না।”
অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু বলেন, “আমরা বকেয়া পারিশ্রমিক নিয়ে অভিযোগ পেয়েছি। কথা বলে মিটমাটের চেষ্টা করেছি। কিন্তু কেউ কেউ বারবার কথার খেলাপ করেন। আমরা শিল্পীদের সম্মান রক্ষায় শক্ত অবস্থান নিচ্ছি। কাজ শেষ হলেই সম্মানী পরিশোধ করা উচিত।”
পারিশ্রমিক বকেয়া ঢালিউড ও নাটকের ক্ষেত্রে দীর্ঘদিনের সমস্যা। শিল্পী ও কলাকুশলীদের প্রাপ্য সম্মানী সময়মতো পরিশোধের জন্য সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।