দীর্ঘদিন বিতর্ক আর বিরতির পর আবারও বড় পর্দায় ফিরছেন লিন্ডসে লোহান। মা হওয়ার পর জীবন অনেকটাই বদলে গেছে এই হলিউড তারকার। নতুন চলচ্চিত্র ‘ফ্রিকিয়ার ফ্রাইডে’ দিয়েই তিনি আবারও আলোচনায় আসছেন।
২০০৩ সালে মুক্তি পাওয়া জনপ্রিয় ছবি ‘ফ্রিকি ফ্রাইডে’র সিকুয়েল নিয়ে এবার হাজির হচ্ছেন লোহান ও জেমি লি কার্টিস। সিকুয়েলটির নাম ‘ফ্রিকিয়ার ফ্রাইডে’। আগের ছবিতে দেখা গিয়েছিল মা-মেয়ের শরীর বদলের ঘটনা, আর এবার দেখা যাবে একসঙ্গে চারজনের মধ্যে সেই গোলকধাঁধা!
লন্ডনের লেস্টার স্কয়ারে সিনেমাটির প্রিমিয়ারে লোহান বলেন, ‘২০০৩ সালের ছবিটির জন্য মানুষ এখনো ভালোবাসা দেখান। তাঁরা চান এর সিকুয়েল। আমি সব সময় এমন ছবি বানাতে চাই, যা মানুষকে আনন্দ দেয়।’ Disney-তে এটিই হতে যাচ্ছে লোহানের এক দশকের মধ্যে প্রথম কাজ। ২০২২ সালে ‘ফলিং ফর ক্রিসমাস’ দিয়ে তিনি বড় পর্দায় ফেরেন।
লোহান প্রথম জনপ্রিয়তা পান শিশু চরিত্রে অভিনয়ের মাধ্যমে, বিশেষ করে ‘দ্য প্যারেন্ট ট্র্যাপ’ ছবিতে। তবে ব্যক্তিজীবনে একাধিকবার গ্রেপ্তার, পুনর্বাসনকেন্দ্রে যাওয়া এবং নানা বিতর্ক তাঁকে পিছিয়ে দেয়। কিন্তু এবার নতুন উদ্যমে ফিরে এসেছেন। মা হওয়ার পর তাঁর জীবন ও দৃষ্টিভঙ্গি বদলেছে। নিজের ভাষায়, ‘মা হলে জীবনটাই বদলে যায়। তখন কাজ আর সংসারের ভারসাম্য রক্ষাটাও শিখতে হয়, আর এটাই একটা বড় শিক্ষার জায়গা।’
এই সিনেমাতেও মায়ের চরিত্রে আগের মতোই থাকছেন অস্কারজয়ী অভিনেত্রী জেমি লি কার্টিস। লোহান প্রসঙ্গে তিনি বলেন, ‘এটা পুনর্মিলনী নয়, কারণ আমরা সব সময়ই একসঙ্গে ছিলাম। একজন অভিজ্ঞ অভিনেত্রী হিসেবে আমার দায়িত্ব নবীনদের পাশে থাকা। লোহানের সঙ্গে আমার সম্পর্ক কেবল পর্দায় নয়, বাস্তব জীবনেও।’
কার্টিস আরও বলেন, ‘এই সিনেমা কেবল হাসির নয়, এতে কিছু মানবিক বার্তাও আছে, যা সবাইকে স্পর্শ করবে।’ ছবির ধারণাও কার্টিসেরই ছিল। তাঁর মতে, এখনই সময় এই ছবির সিকুয়েল করার।
‘ফ্রিকিয়ার ফ্রাইডে’ মুক্তি পাচ্ছে আগামী শুক্রবার। দর্শকের ভালোবাসা পেলে এই ফ্র্যাঞ্চাইজির আরও কিস্তি আসতে পারে বলেও জানিয়েছেন লোহান।