ভারতের উত্তরাখণ্ড রাজ্যের উত্তরকাশী জেলায় প্রবল মেঘভাঙনের ফলে সৃষ্টি হওয়া আকস্মিক বন্যায় অন্তত ৪ জনের মৃত্যু হয়েছে এবং নিখোঁজ রয়েছেন ৬০ জনেরও বেশি মানুষ। ভয়াবহ এই দুর্যোগে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বহু ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান। এ ঘটনায় শোক জানিয়েছেন বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা, যার বাড়ি এই রাজ্যের হরিদ্বারে।
টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়, প্রাকৃতিক এই বিপর্যয়ে গভীর শোক প্রকাশ করেছেন উর্বশী। এক আবেগঘন বিবৃতিতে তিনি বলেন, “হরিদ্বারের কন্যা হিসেবে উত্তরাখণ্ডের প্রতিটি নদী, প্রতিটি পাথর, প্রতিটি নিশ্বাস আমার অস্তিত্বের অঙ্গ। আজ যখন উত্তরকাশীর খীর গঙ্গায় ভয়াবহ বন্যা দেখি, আমার ভূমি, আমার মানুষ, আমার পরিবার—সবকিছু এক অনির্বচনীয় ব্যথায় বুক ভরিয়ে তোলে।”
তিনি আরও বলেন, “ঘরবাড়ি ধ্বংস হয়েছে, দোকানপাট, স্মৃতি, স্বপ্ন—সবই কয়েক সেকেন্ডে ভেসে গেছে। মানুষ তাদের প্রিয়জনকে খুঁজছে, শিশুরা কাঁদছে মা-বাবার জন্য, বাবা-মা প্রার্থনা করছেন হারিয়ে যাওয়া সন্তানদের জন্য। এটা শুধুই একটি সংবাদ নয়, এ আমার ঘর, আমার মানুষ।”
উর্বশী রাউতেলা আশ্বাস দিয়ে বলেন, “ধরলি ও অন্যান্য ক্ষতিগ্রস্ত এলাকার মানুষদের বলছি—আপনারা একা নন। আমি আছি আপনাদের সঙ্গে, প্রার্থনা করছি আপনাদের জন্য, এবং আমার সর্বশক্তি দিয়ে চেষ্টা করব যাতে সাহায্য পৌঁছে যায় সঠিক স্থানে।”
সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, উত্তরকাশীর ধরলি গ্রাম বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকা হিসেবে চিহ্নিত হয়েছে। সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনীর সহযোগিতায় উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে বিভিন্ন দপ্তরের দল। এলাকাটিতে পর্যটকদের জন্য বহু হোটেল, রিসোর্ট ও রেস্তোরাঁ ছিল, যার অনেকগুলো ধসে গেছে বা ভেসে গেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
ভিডিও ফুটেজে দেখা গেছে, বিশাল জলরাশি দ্রুতগতিতে বয়ে গিয়ে গুঁড়িয়ে দিচ্ছে ভবন ও ঘরবাড়ি। স্থানীয়রা অভিযোগ করেছেন, দুর্যোগের আগে কর্তৃপক্ষের তরফ থেকে কোনো ধরনের সতর্কতা জারি করা হয়নি, যার ফলে ক্ষয়ক্ষতি আরও বেড়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই ঘটনার জন্য শোক প্রকাশ করেছেন এবং ক্ষতিগ্রস্তদের সহায়তায় প্রয়োজনীয় সব ধরনের ত্রাণ ও উদ্ধার কার্যক্রম পরিচালনার নির্দেশ দিয়েছেন।
বর্তমানে উদ্ধারকারী দল নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে অভিযান চালিয়ে যাচ্ছে, তবে দুর্যোগের ভয়াবহতা ও প্রতিকূল আবহাওয়ার কারণে কাজ ব্যাহত হচ্ছে। এই মর্মান্তিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে দেশজুড়ে চলছে সহমর্মিতার ঢল।