ইধিকা তার অভিনয়ের অনুপ্রেরণা হিসেবে ভারতীয় সিনেমার কিংবদন্তি শ্রীদেবীকে উল্লেখ করেছেন। এ বিষয়ে তিনি বলেন, “ভারতের সিনেমার এক কিংবদন্তির নাম শ্রীদেবী। কিছুদিন আগে ছিল তার জন্মদিন। জন্মদিনে তার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানাতে ‘মিস্টার ইন্ডিয়া’ সিনেমার ‘কাটে নাহি কাট তে’ গানে তার গেটআপে কিছু ছবি তুলে পোস্ট করেছি। এর মাধ্যমে তাকে শ্রদ্ধাঞ্জলি জানানোর চেষ্টা করেছি। তিনি সবসময় আমার মনে মননে আছেন। তিনিই আমার অভিনয়ের সবচেয়ে বড় অনুপ্রেরণা। তার মতো হওয়া সম্ভব নয়, কারণ তিনি অদ্বিতীয়া। তবুও তাকে বুকে লালন করে এগিয়ে চলাটা আমার জন্য অনেক প্রশান্তির। তিনি একজন মহান তারকা। যদি তিনি বেঁচে থাকতেন এবং তার সঙ্গে একটি দৃশ্যে অভিনয়ের সুযোগ পেতাম, তবে তা হতো আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। আমার প্রিয় এই মহান শিল্পীর আত্মার শান্তি কামনা করছি।”
ইধিকা এখন পর্যন্ত তিনটি সিনেমায় অভিনয় করেছেন, যার সবগুলোই ব্যবসায়িকভাবে সফল। বর্তমানে তার হাতে রয়েছে আরও বেশ কয়েকটি সিনেমার কাজ। এ ছাড়াও মডেলিংয়ের কাজেও ব্যস্ত রয়েছেন তিনি।