
সম্প্রতি একটি সাক্ষাৎকারে মোশাররফ করিম বলেন, "মাঝে মাঝে মনে হয়, অভিনয় ছেড়ে দেব। কিন্তু ১০-১২ দিনের বেশি ঘরে বসে থাকতে পারি না। তখন বুঝি, অভিনয় ছাড়া আমি কিছুই করতে পারি না। আসলে আমি অন্য কিছু উপভোগও করি না।"
তবে অভিনয়ের বাইরেও তার কিছু সৃজনশীল আগ্রহ রয়েছে। লেখালেখি ও সাংবাদিকতার প্রতি রয়েছে তার বিশেষ আকর্ষণ। তিনি বলেন, "চাকরি করার কথা ভাবতেই পারি না। কিন্তু লেখালেখি করতে ইচ্ছে করে। সাংবাদিকতা করতেও ইচ্ছা করে। আগে অনেকবার ভেবেছি, তারিক ভাইয়ের (তারিক আনাম খান) ইন্টারভিউ নিই। আবার হায়াত ভাইয়ের (আবুল হায়াত) দীর্ঘ ইন্টারভিউ নেওয়ার ইচ্ছাও হয় মাঝে মাঝে।"
সাংবাদিকতাকে শুধু পেশা নয়, একধরনের সৃজনশীলতাও মনে করেন মোশাররফ। তার ভাষায়, "সাংবাদিকতার সৃজনশীলতা হচ্ছে একজন মানুষকে তুলে আনা, তার উপলব্ধি জানানো। আলাপ-আলোচনা মানে হলো—আমি নিজে সমৃদ্ধ হব, অন্যরাও সেই আলোচনার মাধ্যমে নতুন কিছু জানতে পারবে। অভিনয় একদিন ছেড়ে দিলে সাংবাদিকতা করতেও পারি। এই পেশাকে আমি ভীষণ শ্রদ্ধা করি।"
এদিকে আন্তর্জাতিক অঙ্গনেও মোশাররফ করিমের উপস্থিতি দৃশ্যমান। যুক্তরাষ্ট্রের ডালাসে অনুষ্ঠিতব্য '৮ম বেঙ্গলি ফিল্ম ফেস্টিভ্যাল অব ডালাস ২০২৫'-এ প্রদর্শিত হবে তার অভিনীত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আবর্ত–দ্য সার্কেল’।
মাহমুদুল হাসান টিপুর পরিচালনায় নির্মিত এই চলচ্চিত্রে মোশাররফ করিমের পাশাপাশি অভিনয় করেছেন তার স্ত্রী ও জনপ্রিয় অভিনেত্রী রেবেনা রেজা জুঁই।
সৃজনশীলতায় পূর্ণ একজন অভিনেতা হিসেবে মোশাররফ করিমের এই নতুন ভাবনা তার ভক্তদের কাছেও এনে দিয়েছে ভিন্ন এক কৌতূহল ও আগ্রহ।