প্রোডাকশন হাউজের পোস্টে লেখা হয়েছে, “আমরা ক্ষমাপ্রার্থী। আমরা জানতে পেরেছি যে আমাদের ছবি ‘সিতারে জামিন পার’ আইফোন ব্যবহারকারীদের ১৭৯ রুপির বিনিময়ে দেখতে হচ্ছে। আমরা যত দ্রুত সম্ভব এই সমস্যা সমাধানের চেষ্টা করছি।”
প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, অ্যাপল অ্যাপ স্টোরের মাধ্যমে কেনাকাটায় অতিরিক্ত চার্জ যুক্ত হওয়ার কারণে এই দামের পার্থক্য হয়েছে। এটি প্রোডাকশন হাউজের নিয়ন্ত্রণের বাইরে। নেটিজেনরা মনে করছেন, আইফোন ব্যবহারকারীরা চাইলে ব্রাউজার বা অন্য ডিভাইস ব্যবহার করে ১০০ রুপিতেই সিনেমাটি দেখতে পারেন।
‘সিতারে জামিন পার’ আমির খানের আগের হিট ছবি ‘তারে জামিন পার’-এর রিমেক হিসেবে বিবেচিত হচ্ছে। ছবিটি ইউটিউবে মুক্তির এই উদ্ভাবনী পদক্ষেপ নিয়ে দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গেছে, তবে দামের এই পার্থক্য নিয়ে সোশ্যাল মিডিয়ায় মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। আমির খান প্রোডাকশন হাউজ জানিয়েছে, তারা এই সমস্যা সমাধানে অ্যাপলের সঙ্গে যোগাযোগ করছে, যাতে সব ব্যবহারকারী একই মূল্যে ছবিটি উপভোগ করতে পারেন।