সম্প্রতি অভিনেত্রী নুসরাত জাহান ও অভিনেতা যশ দাসগুপ্ত ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন, যেখানে তাদের দু’জনকে হাসিখুশি মেজাজে একফ্রেমে দেখা যায়। ক্যাপশনে লেখা ছিল, “লোকে যখন আমাদের নিয়ে গল্প বানাতে ব্যস্ত, তখন আমরা আমাদের মতো করে বাঁচি।” তাদের এই বার্তাকে অনেকেই বিচ্ছেদের গুঞ্জনের জবাব হিসেবেই দেখছেন।
এর আগে শোনা যাচ্ছিল, যশ নাকি নুসরাতকে যথেষ্ট সময় দিচ্ছেন না এবং অন্য একটি সম্পর্কে জড়িয়েছেন। এমন খবরের পর নুসরাত নাকি ক্ষুব্ধও হন। তবে তারা দু’জনই সম্পর্কের মান-অভিমান কখনোই জনসমক্ষে আনেন না।
অন্যদিকে, কিছুদিন আগে ছেলে ঈশানের জন্মদিনে যশের অনুপস্থিতি এবং সম্প্রতি গণেশ চতুর্থীর পূজায় যশকে একাই দেখা যাওয়ায় গুঞ্জন আরও জোরালো হয়। টালিউডে ছড়িয়ে পড়ে, এই তারকা জুটির সম্পর্কে চিড় ধরেছে।
তবে গতকাল বৃহস্পতিবার (২৮ আগস্ট) ইনস্টাগ্রামে প্রকাশিত ছবিতে যশ-নুসরাত যেভাবে একসাথে হাজির হয়েছেন, তাতে স্পষ্ট—তারা নিজেদের সম্পর্ক নিয়ে মোটেই চিন্তিত নন, বরং গুজবের জবাব দিয়েছেন নিজেদের মতো করেই।
প্রসঙ্গত, এক সাম্প্রতিক সাক্ষাৎকারে নুসরাত বলেন, “ঘরের চার দেয়ালের সমীকরণ নিয়ে বাইরে আলোচনা করতে চাই না।”
সব মিলিয়ে, গুজব যাই হোক, নিজেদের সম্পর্কের দৃঢ়তা যেন আরও একবার প্রমাণ করলেন টালিউডের এই জনপ্রিয় জুটি। এখন দেখার বিষয়, এই বার্তার পরও গুঞ্জনের আগুন কতদূর পর্যন্ত ছড়ায়।