বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আবর্ত–দ্য সার্কেল’ নির্বাচিত হয়েছে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ডালাসে অনুষ্ঠিতব্য ‘৮ম বেঙ্গলি ফিল্ম ফেস্টিভাল অব ডালাস ২০২৫’-এ।
মাহামুদুল হাসান টিপুর পরিচালনায় ২৪ মিনিট দৈর্ঘ্যের এ চলচ্চিত্রে প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম ও তার স্ত্রী অভিনেত্রী রোবেনা রেজা জুঁই। চিত্রনাট্য লিখেছেন কাজী আসাদ, চিত্রগ্রহণ করেছেন দানিয়েল ড্যানি এবং শিল্প নির্দেশনায় ছিলেন থিউফেলাস স্কট।
‘আবর্ত’ চলচ্চিত্রের কাহিনি আবর্তিত হয়েছে বাংলাদেশের এক নির্জন সমুদ্রসৈকতের পাশের কাঁকড়া ভাজার দোকানকে কেন্দ্র করে। সেখানে এক উপকূলবর্তী নারীর নীরব সংগ্রাম, সামাজিক চাপে জীবনধারণ এবং সীমাবদ্ধতার চক্র থেকে মুক্ত হওয়ার আকাঙ্ক্ষা তুলে ধরা হয়েছে।
চলচ্চিত্রটির অভিনেত্রী জুঁই বলেন, "বাংলাদেশের উপকূলবর্তী এক নারীর গল্প এটি, যার জীবনের দ্বন্দ্ব এবং আত্মপ্রত্যয়ের প্রতিচ্ছবি পর্দায় তুলে ধরার চেষ্টা করেছি আমরা।"
‘আবর্ত’ প্রদর্শিত হবে উৎসবের দ্বিতীয় দিন, ২ আগস্ট, স্থানীয় সময় রাত ৮টা ৩০ মিনিটে, ডালাসের অ্যাঞ্জেলিকা ফিল্ম সেন্টার অ্যান্ড ক্যাফেতে।
বিশ্বের বিভিন্ন দেশ থেকে জমা পড়া ২৩৮টি আন্তর্জাতিক চলচ্চিত্রের মধ্য থেকে মাত্র ৪টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্বাচিত হয়েছে এবারের উৎসবের জন্য। তার মধ্যেই বাংলাদেশের ‘আবর্ত’ স্থান করে নেয়, যা নিঃসন্দেহে দেশের চলচ্চিত্র অঙ্গনের জন্য গর্বের বিষয়।
উল্লেখযোগ্যভাবে, একই সেশনে প্রদর্শিত হবে সৃজিত মুখার্জি নির্মিত মৃণাল সেনের জীবনীভিত্তিক ফিচার ফিল্ম ‘পদাতিক’। আন্তর্জাতিক মঞ্চে একসঙ্গে এমন দুই ভিন্নধারার চলচ্চিত্রের প্রদর্শন বাংলা চলচ্চিত্রপ্রেমীদের জন্য এক বিশেষ মুহূর্ত হয়ে উঠতে যাচ্ছে।