এ বিষয়ে সাফা বলেন, “কাজের প্রস্তাব অনেক আসে। কিন্তু সেসব গল্পে নতুনত্ব পাই না। সবই একই ধারার ও ট্রেন্ডি গল্প। এগুলোতে কাজ করতে চাই না, তাই কাজের সংখ্যাও কমে যাচ্ছে। বিরতি নিয়ে ভালো কিছু করতে চাই। সর্বশেষ আমার ‘সন্ধি’ ও ‘কেন এই সঙ্গতা’ নাটক দুটি থেকে বেশ প্রশংসা পাচ্ছি। এ ধরনের গল্প আর আসছে না। তাই ভালো গল্পের অপেক্ষায় নিজে থেকেই আপাতত বিরতিতে আছি।”
অন্যদিকে, সাফার সমসাময়িক অনেক শিল্পী সিনেমায় কাজ শুরু করলেও তিনি এখনও বড়পর্দায় পা রাখেননি। পূর্বে সিনেমায় কাজ নিয়ে সংশয় থাকলেও, এখন তিনি পুরোপুরি প্রস্তুত বলে জানিয়েছেন। সাফা বলেন, “আমি এখন সিনেমায় কাজ করার জন্য একদমই প্রস্তুত। শুধু ভালো গল্পের অপেক্ষায় আছি। তবে মাল্টিকাস্টিং নয়, একক কোনো গল্পে, যেখানে নিজেকে নতুনভাবে উপস্থাপন করার সুযোগ থাকবে।”