সরকারি অনুদানপ্রাপ্ত এই সিনেমার গল্প, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন নির্মাতা মিশুক মনি। মিস্ট্রি ও রোমান্স ঘরানার এই সিনেমায় বুবলী নহর চরিত্রে এবং শরীফুল রাজ বৈশাখ চরিত্রে অভিনয় করেছেন। সিনেমাটির কাহিনি গড়ে উঠেছে তাদের অন্যরকম প্রেমের গল্প নিয়ে, যার শুরু হয় হাসপাতালের মর্গ থেকে। এই তারকা জুটির অভিনয় দর্শকদের মুগ্ধ করেছে।
প্রথম সিনেমাতেই নির্মাতা মিশুক মনি তার মুনশিয়ানা দেখিয়েছেন, যা দর্শকদের মাঝে আলাদা বৈশিষ্ট্য তৈরি করেছে। চরকিতে মুক্তির আগে গত মঙ্গলবার (১৫ জুলাই) সন্ধ্যায় চরকির ভেরিফায়েড ফেসবুক পেজে সিনেমাটির ট্রেলার প্রকাশ করা হয়। ট্রেলারের ক্যাপশনে লেখা ছিল, “জীবন আর সম্পর্কের মাঝে মহাকালের মতো দাঁড়ানো এক মৃত্যুর দেয়াল।”
সিনেমাটিতে বুবলী ও শরীফুল রাজ ছাড়াও অভিনয় করেছেন শাহাদাত হোসেন, জিনাত সানু স্বাগতা, আজিজুল হাকিম, সাবেরী আলম, শমপ্তি মাশুক, একে আজাদ সেতু, দীপক সুমন প্রমুখ।
চরকিতে সিনেমাটির মুক্তি প্রসঙ্গে নির্মাতা মিশুক মনি বলেন, “‘দেয়ালের দেশ’-এর দর্শক ও চরকির দর্শকদের মধ্যে মিল রয়েছে। সিনেমা মুক্তির পর থেকে প্রতিদিন বিভিন্ন মাধ্যমে অনেকেই এটি দেখার আগ্রহ প্রকাশ করেছেন। খানিকটা দেরিতে হলেও ওটিটিতে মুক্তির মাধ্যমে সিনেমাটি আরও বড় পরিসরে ছড়িয়ে যাবে। দেশ-বিদেশের দর্শকরা এখন সহজেই এটি দেখতে পারবেন।”