বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানি সম্প্রতি কন্যাসন্তানের বাবা-মা হয়েছেন। গত মঙ্গলবার (১৫ জুলাই) তাদের ঘরে ফুটফুটে কন্যাসন্তানের জন্ম হয়। এই সুখবর নিজেরাই জানিয়েছেন তারা। সন্তানের জন্ম উদযাপন করতে পাপারাজ্জিদের মিষ্টি পাঠিয়েছেন এই দম্পতি, তবে সঙ্গে একটি বিশেষ অনুরোধ জানিয়েছেন—তাদের নবজাতকের ছবি যেন না তোলা হয়।
বুধবার (১৬ জুলাই) দুপুরে সিদ্ধার্থ ও কিয়ারা পাপারাজ্জিদের কাছে গোলাপি রঙের প্যাকেটে মিষ্টি পাঠান। মিষ্টির সঙ্গে ছিল একটি কার্ড, যেখানে লেখা ছিল, “আমাদের কন্যাসন্তান এসেছে। এই মুহূর্তটাকে আরও বিশেষভাবে উদযাপনের জন্য মিষ্টি পাঠালাম। দয়া করে কোনো ছবি তুলবেন না। শুধু আমাদের মেয়েকে আশীর্বাদ করুন।”
বলিউডে এমন ঘটনা নতুন নয়। এর আগে রণবীর সিং ও দীপিকা পাডুকোন তাদের কন্যা দুয়ার জন্মের পর পাপারাজ্জিদের মিষ্টি পাঠিয়ে একইভাবে সন্তানের ছবি না তোলার অনুরোধ করেছিলেন। অনুরূপভাবে বিরাট কোহলি ও আনুশকা শর্মাও তাদের প্রথম সন্তান ভামিকার জন্মের পর থেকে ‘নো ফটো পলিসি’ অনুসরণ করেছেন।
বলিউড তারকাদের ব্যক্তিগত জীবন, বিশেষ করে তাদের সন্তানদের নিয়ে ভক্ত ও গণমাধ্যমের আগ্রহের কমতি নেই। তবে সন্তানদের গণমাধ্যমের আলো থেকে দূরে রাখার প্রবণতা ক্রমশ বাড়ছে। সিদ্ধার্থ ও কিয়ারাও এই ধারায় যোগ দিয়েছেন, তাদের নবজাতকের গোপনীয়তা রক্ষার জন্য এই পদক্ষেপ নিয়েছেন।