মাহদি আল মুজাহিদ এর আগে জনপ্রিয় সঙ্গীতশিল্পী আসিফ আকবর, তাহসান, বেলাল খানসহ আরও অনেকের সঙ্গে কাজ করেছেন। গানটি ইতোমধ্যে এ কে নয়নের নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে। গানটি সম্পর্কে এ কে নয়ন বলেন, “এটি খুবই ভালো লাগার একটি গান। বলা যায়, নিজের অনুভূতির জায়গা থেকে গানের কথা ও সুর তৈরি হয়েছে। বিশেষ করে স্লো ভার্সনের এই গানটি শ্রোতাদের মনে দাগ কাটবে বলে আমার বিশ্বাস।”
মিউজিক ভিডিওটি নিয়ে নির্মাতা মাহদি আল মুজাহিদ বলেন, “গানটি একটি বিরহের গল্পকে কেন্দ্র করে নির্মিত। আমরা এই আবহেই মিউজিক ভিডিওটি তৈরি করেছি। বান্দরবান, কক্সবাজার, চট্টগ্রামের বিভিন্ন লোকেশনে শুটিং করা হয়েছে। প্রকৃতির মেঘ, পাহাড়, ঝর্ণা, সমুদ্রের সৌন্দর্যের মাঝে প্রেম ও বিচ্ছেদের অনুভূতি সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। আশা করি, দর্শকদের এই মিউজিক ভিডিওটি ভালো লাগবে।”