শমীক ভট্টাচার্য সাংবাদিকদের বলেন, “জয়া আহসান বলে একজন অভিনেত্রী আছেন। একদম সামনে, মঞ্চ আলো করে! বড় মাপের অভিনেত্রী। তাঁর জনপ্রিয়তা আছে, গ্রহণযোগ্যতা আছে। কিন্তু একবারও কি তিনি বলেছেন, বাংলাদেশে সংখ্যালঘুদের সঙ্গে যা হচ্ছে, তা অন্যায়?” তিনি আরও বলেন, “বাংলাদেশের এই অভিনেত্রী অনেকদিন ধরে কলকাতায় আছেন। আমি নিজে তাঁকে দুটি অনুষ্ঠানে দেখেছি। কিন্তু তিনি কি কখনো বলেছেন যে তাঁদের দেশে যা হচ্ছে, তা অন্যায়?”
শমীকের অভিযোগ, বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর নির্যাতন চলছে, এবং অন্তর্বর্তী সরকারের ভূমিকাও প্রশ্নবিদ্ধ। তিনি দাবি করেন, এই বিষয়ে জয়া আহসানের নীরবতা তাঁর কাছে গ্রহণযোগ্য নয়। তাঁর বক্তব্যে ব্যঙ্গের সুর ছিল স্পষ্ট, যা জয়ার প্রতি তাঁর ক্ষোভের ইঙ্গিত দেয়।
যদিও এই কটাক্ষের জবাবে জয়া আহসান কোনো মন্তব্য করেননি। তিনি বর্তমানে ‘ডিয়ার মা’ সিনেমার প্রচারণায় ব্যস্ত রয়েছেন। তাঁর এই নীরবতা এবং প্রচারণার ব্যস্ততার মধ্যেই শমীক ভট্টাচার্যের মন্তব্য সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।