বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান এখন কলকাতায়। তার অভিনীত নতুন সিনেমা ‘ডিয়ার মা’ আগামী ১৮ জুলাই মুক্তি পেতে যাচ্ছে। এই সিনেমার প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন তিনি।
রোববার (১৩ জুলাই) দুপুরে টেলিফোনে দ্য ডেইলি স্টারের সঙ্গে কথা বলেন জয়া। তিনি জানান, “কলকাতায় অনেক ব্যস্ত সময় কাটছে। ‘ডিয়ার মা’ সিনেমার মুক্তির জন্যই এসেছি।”
কলকাতা শহরজুড়ে ‘ডিয়ার মা’ সিনেমার বিলবোর্ড ও পোস্টার দেখে কেমন লাগছে? এমন প্রশ্নে জয়া বলেন, “সত্যিই অনেক ভালো লাগছে। পুরো কলকাতা শহরে ‘ডিয়ার মা’র বিলবোর্ড শোভা পাচ্ছে। কলকাতার বাইরেও বিলবোর্ড আছে। প্রচুর পোস্টার লাগানো হয়েছে। এসব দেখে ভীষণ ভালো লাগছে। রাতে গাড়ি থামিয়ে বিলবোর্ড দেখছি, ভিডিও করছি। অন্যরকম অনুভূতি কাজ করছে।”
সিনেমার প্রচারণা নিয়ে তিনি বলেন, “অনেকদিন পর কলকাতায় বাংলা সিনেমার জন্য এমন প্রচারণা দেখলাম। এটা সিনেমার জন্য ইতিবাচক দিক।”
‘ডিয়ার মা’ সিনেমার প্রত্যাশা নিয়ে জয়া বলেন, “এই সিনেমা সবার কাছে পৌঁছাক, এটাই চাই। তাহলেই আমাদের পরিশ্রম ও কষ্ট দূর হবে।” সিনেমাটি সম্পর্কে তিনি আরও বলেন, “এটি সবার জন্য। মা ও সন্তানের সম্পর্কের গল্প। কোনো নির্দিষ্ট বয়সের দর্শকদের জন্য নয়, সব বয়সী দর্শকদের সঙ্গে সিনেমাটি সংযোগ তৈরি করুক, এটাই প্রত্যাশা।”
কলকাতায় তার অভিনীত সিনেমা যদি ঢাকায় মুক্তি পেত, এমন প্রশ্নে তিনি বলেন, “তা তো মনে হয়। অনেকেই জিজ্ঞেস করেন, ঢাকায় কবে মুক্তি পাবে। আমিও চাই। তাহলে এখানকার দর্শকরাও দেখতে পেতেন।”
প্রচারণার ব্যস্ত সময় কেমন উপভোগ করছেন? জয়া বলেন, “দারুণ উপভোগ করছি। এখন বর্ষা চলছে। শুটিং শেষে সবাই যার যার কাজে ব্যস্ত হয়ে পড়েছিলাম। এখন প্রচারের জন্য আবার একত্রিত হয়েছি।”