৭০০’র বেশি সিনেমায় অভিনয় করা কোটা শ্রীনিবাস রাও আর নেই
হায়দরাবাদ, ১৩ জুলাই: দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা কোটা শ্রীনিবাস রাও আর নেই। রোববার (১৩ জুলাই) ভোররাতে হায়দরাবাদে নিজ বাসভবনে ৮৩ বছর বয়সে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। বয়সজনিত অসুস্থতায় ভুগছিলেন এই বর্ষীয়ান অভিনেতা।চার দশকেরও বেশি সময়ের অভিনয় ক্যারিয়ারে শ্রীনিবাস রাও ৭৫০’র বেশি সিনেমায় কাজ করেছেন। খলনায়ক, কৌতুক অভিনেতা কিংবা গম্ভীর চরিত্র—সব ধরনের ভূমিকায় তিনি ছিলেন সমান পারদর্শী। বিশেষ করে তেলঙ্গনা উপভাষায় তার সংলাপের অনন্য শৈলী ও উচ্চারণ দর্শকদের মন জয় করেছিল। অন্ধ্র প্রদেশের বিজয়ওয়াড়ায় জন্মগ্রহণকারী শ্রীনিবাস রাও মঞ্চে অভিনয় দিয়ে ক্যারিয়ার শুরু করেন। পরে ‘প্রতিঘটনা’, ‘আহা না পেল্লান্তা’, এবং রামগোপাল বর্মার ‘গায়াম’-এর মতো সিনেমায় তার অভিনয় ও সংলাপ দর্শকদের মনে গভীর ছাপ ফেলে। অভিনয়ের পাশাপাশি তিনি রাজনীতিতেও সংক্ষিপ্ত সময়ের জন্য সক্রিয় ছিলেন। ১৯৯৯ সালে বিজেপির হয়ে বিজয়ওয়াড়া থেকে বিধায়ক নির্বাচিত হয়ে ২০০৪ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। পরবর্তীতে রাজনীতি ছেড়ে তিনি আবার সিনেমায় ফিরে আসেন। ২০১৫ সালে ভারত সরকার তাকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করে। এছাড়াও তিনি অসংখ্য পুরস্কার ও সম্মাননা অর্জন করেছেন। ব্যক্তিগত জীবনে ছেলের মৃত্যুর পর তিনি মানসিকভাবে ভেঙে পড়েন এবং ধীরে ধীরে চলচ্চিত্র থেকে নিজেকে গুটিয়ে নেন। তার মৃত্যুতে তেলঙ্গনার মুখ্যমন্ত্রী রেভন্ত রেড্ডি, পরিবহনমন্ত্রী পোন্নাম প্রভাকরসহ চলচ্চিত্র ও রাজনৈতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা গভীর শোক প্রকাশ করেছেন। কোটা শ্রীনিবাস রাও আর আমাদের মাঝে নেই, কিন্তু তার অভিনয় ও স্মরণীয় সংলাপ দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।