গত ১৯ মে তানিম রহমান অংশু ফেসবুকে বুবলী ও গীতিকার আসিফ ইকবালের সঙ্গে একটি ছবি পোস্ট করে লিখেছিলেন, “এবার হবে। ওয়েট ইজ ওভার।” তবে সে সময় তিনি কাজের ধরন সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি। প্রায় দুই মাস পর জানা গেছে, এটি একটি মিউজিক ভিডিও। গানটির কথা লিখেছেন আসিফ ইকবাল, সুর ও সংগীত পরিচালনা করেছেন পশ্চিমবঙ্গের আকাশ সেন। গানটিতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় গায়িকা কোনাল। এর আগেও বুবলীর ঠোঁটে বেশ কয়েকটি সিনেমার গানে কণ্ঠ দিয়েছেন কোনাল, এমনকি তার পুরস্কারপ্রাপ্ত গানও ছিল বুবলীর ঠোঁটে।
‘ময়না’ গানের ভিডিওর শুটিং ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। শিগগিরই এটি গানচিল মিউজিকের ব্যানারে প্রকাশিত হবে।
এদিকে, বুবলী অভিনীত দুটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। এগুলো হলো জাহিদ জুয়েলের ‘পিনিক’ এবং রাখাল সবুজের ‘সর্দার বাড়ির খেলা’। কোরবানির ঈদে এই সিনেমাগুলো মুক্তির কথা থাকলেও তা সম্ভব হয়নি। তবে আগামী সেপ্টেম্বরে দুর্গাপূজার সময় এগুলো মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে।