সুনীল দর্শন, যিনি কারিশমার সঙ্গে তার ক্যারিয়ারের শীর্ষ সময়ে কাজ করেছেন, সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন যে কারিশমা বিয়ের পর অভিনয় ছেড়ে সুখী গৃহজীবন যাপন করতে চেয়েছিলেন। কিন্তু তার সেই স্বপ্ন পূরণ হয়নি। তিনি বলেন, অভিষেকের সঙ্গে বিচ্ছেদের পর মায়ের পরামর্শে সম্পূর্ণ অপরিচিত সঞ্জয় কাপুরকে জীবনসঙ্গী হিসেবে বেছে নেওয়া কারিশমার জন্য ভুল সিদ্ধান্ত ছিল।
সুনীল আরও বলেন, “দিল্লি ও মুম্বাইয়ের জীবনযাপন, শিক্ষা, সংস্কৃতি ও মানসিকতা একেবারেই আলাদা। কারিশমা একটি সংস্কৃতিমনস্ক ও সমৃদ্ধ পরিবারের সন্তান। কিন্তু দিল্লির জীবনধারার সঙ্গে তিনি কখনোই মানিয়ে নিতে পারেননি।” তিনি উল্লেখ করেন যে সঞ্জয়ের জীবনে কারিশমা কেবল একটি ‘ট্রফি’র মতো ছিলেন। তিনি আক্ষেপ করে বলেন, “কারিশমা নিজেই নিজের কবর খুঁড়েছিলেন।”
পরিচালক জানান, কারিশমার বাবা, বর্ষীয়ান অভিনেতা রণধীর কাপুর এই বিয়ের বিরোধিতা করেছিলেন। তিনি বুঝেছিলেন যে তার মেয়ে ভুল পথে হাঁটছেন। কিন্তু কারিশমা ও তার মা ববিতা তার কথা শোনেননি। সুনীল দর্শনের মতে, এই ভুল সিদ্ধান্তের খেসারত কারিশমাকে সারাজীবন দিতে হবে।