নাটকটি রচনা করেছেন সুজিত বিশ্বাস এবং পরিচালনার দায়িত্বে রয়েছেন নাসির উদ্দিন মাসুদ। এতে অভিনয় করেছেন সমু চৌধুরী, তন্ময় সোহেল, মানসী প্রকৃতি, শফিক খান দিলু, শিরিন আলম, মিলন ভট্টাচার্য্য, সেলজুক, ফাতেমা হীরাসহ আরও অনেকে।
‘নামে চালাক কামে বোকা’ নাটকের দৃশ্য।
নাটকের গল্প ঘিরে রয়েছে ‘চালাক চর’ নামের একটি গ্রাম, যার পূর্বনাম ছিল ‘সোনার চর’। নামে ‘চালাক’ থাকলেও গ্রামের অধিকাংশ মানুষ বোকা, তবে তারা নিজেদের অত্যন্ত বুদ্ধিমান মনে করে। গল্পে দেখানো হয়েছে, এই গ্রামের মানুষদের দৈনন্দিন জীবনে ছোট ছোট বোকামি থেকে সৃষ্ট নানা হাস্যকর পরিস্থিতি। কেউ তালা দিয়ে চাবি তালার পাশেই ঝুলিয়ে রাখে, আবার কোনো চোর চুরি করতে গিয়ে কিছু না পেয়ে বাড়ির মালিকের জন্য অপেক্ষা করে—এমন সব কৌতুকপূর্ণ ঘটনা নাটকের মূল আকর্ষণ।
পরিচালক নাসির উদ্দিন মাসুদ জানিয়েছেন, “‘চালাক চর’-এর মানুষদের অকল্পনীয় বোকামির মধ্য দিয়েই এগিয়ে চলে এই ধারাবাহিকের গল্প।” তিনি আশা প্রকাশ করেছেন যে, এই নাটক দর্শকদের কাছে ব্যাপকভাবে গ্রহণযোগ্যতা পাবে।