টিকটকে জনপ্রিয় হয়ে ওঠা জার্মান কনটেন্ট ক্রিয়েটর ও নৃত্যশিল্পী নোয়েল রবিনসন ভারতের বেঙ্গালুরুতে পড়েছেন পুলিশের ঝামেলায়। বুধবার শহরের এক ব্যস্ত রাস্তায় ঐতিহ্যবাহী ভারতীয় পোশাক পরে নাচের ভিডিও বানাতে গিয়ে অনুমতি না থাকায় তাকে আটকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ভিডিও ধারণের সময় তার চারপাশে ভিড় জমে যায়, যা জনসুরক্ষার জন্য ঝুঁকিপূর্ণ মনে করে বেঙ্গালুরু পুলিশ তাকে প্রায় ১৫ মিনিটের জন্য থানায় নিয়ে যায়। পরবর্তীতে তাকে সতর্ক করে এবং জরিমানা করে ছেড়ে দেওয়া হয়।
এটাই প্রথমবার নয়। এর আগেও আরেক জার্মান টিকটকার ইউনেস জারু বেঙ্গালুরুর চার্চ স্ট্রিটে একই কারণে পুলিশের জিজ্ঞাসাবাদের মুখে পড়েছিলেন।
২০০১ সালে জন্ম নেওয়া নোয়েল রবিনসনের পৈতৃক শিকড় নাইজেরিয়ায় হলেও তার বেড়ে ওঠা জার্মানিতে, মায়ের কাছে। তার আফ্রো চুল, হিপ-হপ ও ফ্রি-স্টাইল নাচের স্টাইলের জন্য আন্তর্জাতিক অঙ্গনে বেশ পরিচিতি পেয়েছেন তিনি।