সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর মামলায় কয়েক মাস আগেই স্বস্তি মিলেছিল রিয়া চক্রবর্তীর। ভেবেছিলেন, এই অধ্যায় শেষ হয়েছে চিরতরে। কিন্তু ফের নতুন করে আইনি বিপাকে জড়িয়েছেন তিনি। মুম্বই আদালতের পক্ষ থেকে আবারও নোটিশ পাঠানো হয়েছে রিয়াকে—তবে এবার নোটিশ এসেছে তার নিজের করা অভিযোগের ভিত্তিতে।
জানা গেছে, সুশান্তের মৃত্যুর পর অভিনেতার দুই বোন প্রিয়াঙ্কা সিং ও মিতু সিং এবং চিকিৎসক তরুণ নাথু রামের বিরুদ্ধে যে অভিযোগ করেছিলেন রিয়া, সেই মামলায় প্রমাণের অভাব থাকায় আদালত সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সেই সূত্রেই আদালত থেকে ফের নোটিশ পাঠানো হয়েছে রিয়াকে।
নোটিশ হাতে পাওয়ার কিছুদিনের মধ্যেই প্রকাশ্যে রীতিমতো ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান রিয়া। এক অনুষ্ঠানে হাজির হয়ে প্রাথমিকভাবে ফটোজার্নালিস্টদের সামনে পোজ দেন তিনি। কিন্তু পরে সাংবাদিকরা তার পিছু নিলে তিনি মেজাজ হারিয়ে বলেন, "আর আমার পিছনে আসবেন না। একবার ছবি তোলা হয়ে গেছে, এবার বিদায় দিন!"
তার এই আচরণ নিয়ে সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। এক নেটিজেন লেখেন, "আপনাদের কি এতই খারাপ সময় চলছে যে এই মেয়ের পিছু নিতে হচ্ছে? কেন আপনারা সবখানে ঢুকে পড়েন?" রিয়ার অভিযোগ ছিল, সুশান্ত সিং রাজপুত বাইপোলার ডিজঅর্ডারে ভুগছিলেন এবং তার দিদিরা অনেক সময় চিকিৎসকের পরামর্শ ছাড়াই তাকে ওষুধ খাওয়াতেন। এমনকি প্রেসক্রিপশন জাল করার অভিযোগও তোলেন তিনি। তবে আদালতের মতে, এই অভিযোগের পক্ষে কোনো প্রামাণ্য তথ্য পাওয়া যায়নি।
এই পরিস্থিতিতে আবারও নতুন করে আলোচনায় চলে এসেছেন রিয়া চক্রবর্তী। আইনি প্রক্রিয়ার শেষ কোথায় গিয়ে ঠেকে, তা সময়ই বলবে।