বাংলাদেশে আসছে নতুন ‘সুপারম্যান’, স্টার সিনেপ্লেক্সে মুক্তি ১১ জুলাই
ভক্তদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে আগামী ১১ জুলাই বাংলাদেশের পর্দায় আসছে নতুন ‘সুপারম্যান’ সিনেমা। আন্তর্জাতিক মুক্তির সঙ্গে একই দিনে স্টার সিনেপ্লেক্সে প্রদর্শিত হবে এই সুপারহিরো চলচ্চিত্র। বুধবার (৯ জুলাই) স্টার সিনেপ্লেক্স সূত্রে দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।টিজার ও ট্রেলার প্রকাশের পর থেকেই সিনেমাটি নিয়ে দর্শকদের মাঝে ব্যাপক আলোচনা চলছে। ১৯৩৮ সালে অ্যাকশন কমিকসের প্রথম ইস্যুতে প্রথমবারের মতো আবির্ভূত হয় সুপারম্যান। এরপর থেকে শুধু কমিকসের পাঠকদের মনেই জায়গা করে নেয়নি, বরং সুপারহিরো ঘরানার এক নতুন ধারার জন্ম দিয়েছে। প্রজন্মের পর প্রজন্ম ধরে সুপারম্যান আশা, সততা ও শক্তির প্রতীক হিসেবে টিকে আছে। জেমস গান পরিচালিত এই ‘সুপারম্যান’ হতে চলেছে ডিসি ইউনিভার্সের প্রথম সিনেমা। এবার সুপারম্যানের চরিত্রে অভিনয় করছেন মার্কিন অভিনেতা ডেভিড কোরেনসোয়েট। জেরি সিগেল ও জো শাস্টারের সৃষ্ট এই আইকনিক চরিত্রকে নতুনভাবে পর্দায় উপস্থাপন করছেন জেমস গান। সিনেমাটি নিয়ে দর্শকদের উৎসাহ তুঙ্গে। বাংলাদেশের সিনেমাপ্রেমীরা স্টার সিনেপ্লেক্সে এই নতুন সুপারম্যানের অ্যাকশন ও আবেগময় গল্প উপভোগ করতে প্রস্তুত।