Saturday, July 12, 2025

শাকিব খানের আসল নাম মাসুদ রানা, জানুন ঢালিউড তারকাদের প্রকৃত নাম


ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় তারকারা তাদের অভিনয় দক্ষতা ও পর্দার নামে দর্শকদের মনে স্থায়ী আসন গড়েছেন। শাকিব খান, শাবানা, কবরী, শবনম, ববিতা, সুচন্দা—এই নামগুলো ঢালিউডের ইতিহাসে উজ্জ্বল। কিন্তু জানেন কি, এই তারকাদের পর্দার নামের পেছনে লুকিয়ে আছে তাদের ভিন্ন পারিবারিক নাম? চলুন জেনে নিই ঢাকাই সিনেমার তারকাদের আসল নাম।

**শাকিব খান (মাসুদ রানা)** ঢালিউডের বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় নায়ক শাকিব খান। টানা ২৬ বছরের ক্যারিয়ারে তিনি দর্শকদের মনে জোয়ার তুলেছেন। কিন্তু তার আসল নাম মাসুদ রানা। পরিবারের সদস্যরা তাকে ‘রানা’ নামেই ডাকেন। ১৯৯৯ সালে ‘অনন্ত ভালোবাসা’ সিনেমার মাধ্যমে অভিনয় শুরু করেন, আর তখন থেকেই তিনি শাকিব খান নামে পরিচিত হন। **কবরী (মিনা পাল)** ‘মিষ্টি মেয়ে’ খ্যাত নায়িকা কবরী ষাটের দশকে ‘সুতরাং’ সিনেমার মাধ্যমে আত্মপ্রকাশ করেন। চট্টগ্রামের এই মেয়ের আসল নাম মিনা পাল। রোমান্টিক ও সামাজিক সিনেমায় অভিনয় করে তিনি অর্জন করেছেন ব্যাপক জনপ্রিয়তা। তার অভিনীত গানগুলো আজও মানুষের মুখে মুখে। **শাবানা (আফরোজা সুলতানা রত্না)** ঢালিউডের কিংবদন্তি নায়িকা শাবানা সামাজিক সিনেমায় অভিনয় দিয়ে দর্শকদের কাঁদিয়েছেন। তার প্রকৃত নাম আফরোজা সুলতানা রত্না। এহতেশাম পরিচালিত ‘চকোরী’ সিনেমার মাধ্যমে তিন88ি শাবানা নামে পরিচিত হন এবং তারকা খ্যাতি অর্জন করেন। **শবনম (ঝর্ণা বসাক)** ষাটের দশকের জনপ্রিয় নায়িকা শবনম বাংলাদেশ ও পাকিস্তানের অসংখ্য সিনেমায় অভিনয় করেছেন। তার আসল নাম ঝর্ণা বসাক। মোস্তাফিজ পরিচালিত ‘হারানো দিন’ সিনেমার মাধ্যমে তিনি শবনম নামে দর্শকদের কাছে পরিচিত হন। **রোজিনা (রওশন আরা রেণু)** সাদাকালো যুগের সফল নায় sigma ারোজিনার জন্ম রাজবাড়িতে। মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করেন তিনি। ‘কসাই’ সিনেমার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। ভারতের মিঠুন চক্রবর্তীর সঙ্গেও কাজ করেছেন। তার আসল নাম রওশন আরা রেণু। **ববিতা (ফরিদা আক্তার পপি)** গ্ল্যামারাস নায়িকা ববিতা সত্যজিৎ রায়ের ‘অশনি সংকেত’ সিনেমায় অভিনয় করে আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেন। তার প্রকৃত নাম ফরিদা আক্তার পপি। যশোরের এই মেয়ে জহির রায়হানের হাত ধরে সিনেমায় পা রাখেন। **সুচন্দা (কোহিনূর আক্তার)** ষাটের দশকের আরেক সফল নায়িকা সুচন্দার ডাকনাম চাটনি, কিন্তু আসল নাম কোহিনূর আক্তার। রাজ্জাকসহ বিভিন্ন নায়কের সঙ্গে অভিনয় করে তিনি আলোচিত ছিলেন। জহির রায়হানের সঙ্গে তার বিয়ে হয়, যিনি ছিলেন বিখ্যাত চলচ্চিত্র পরিচালক। **সোহেল রানা (মাসুদ রানা)** ড্যাশিং নায়ক সোহেল রানা একাধারে অভিনেতা, পরিচালক ও প্রযোজক। তার আসল নাম মাসুদ রানা। ‘মাসুদ রানা’ সিনেমায় নামভূমিকায় অভিনয়ের সময় তিনি সোহেল রানা নামে পরিচিত হন। **অঞ্জনা (অঞ্জনা সাহা)** ‘দস্যু বনহুর’ খ্যাত নায়িকা অঞ্জনার পারিবারিক নাম অঞ্জনা সাহা। পরবর্তীতে তিনি অঞ্জনা রহমান নামেও পরিচিত ছিলেন। **সুজাতা (তন্দ্রা মজুমদার)** ষাটের দশকের নায়িকা সুজাতা ‘রূপবান’ সিনেমার জন্য বিখ্যাত। ফোক ঘরানার প্রায় ৫০টি সিনেমাসহ রোমান্টিক ও সামাজিক সিনেমায় অভিনয় করেছেন। তার আসল নাম তন্দ্রা মজুমদার। **নূতন (ফারহানা আমিন রত্না)** ‘ওরা ১১ জন’ খ্যাত নায়িকা নূতন ১৯৯০ সালে ‘প্রভাত’ সিনেমার মাধ্যমে পর্দায় আত্মপ্রকাশ করেন। তার প্রকৃত নাম ফারহানা আমিন রত্না। **ইলিয়াস কাঞ্চন (ইদ্রিস আলী)** ‘বেদের মেয়ে জোছনা’ খ্যাত নায়ক ইলিয়াস কাঞ্চনের আসল নাম ইদ্রিস আলী। দীর্ঘ ক্যারিয়ারে তিনি জাতীয় চলচ্চিত্রে আজীবন সম্মান পেয়েছেন। **সালমান শাহ (শাহরিয়ার চৌধুরী ইমন)** নব্বইয়ের দশকের ক্রেজ সালমান শাহর আসল নাম শাহরিয়ার চৌধুরী ইমন। শাবনূরের সঙ্গে তার জুটি এখনো দর্শকদের মনে রয়েছে। **শাবনূর (কাজী শারমিন নাহার নুপুর)** সালমান শাহর সঙ্গে সফল জুটি গড়ে শাবনূর ঢালিউডে রাজত্ব করেছেন। তার আসল নাম কাজী শারমিন নাহার নুপুর। **অন্যান্য তারকা** নায়ক মান্নার আসল নাম আসলাম তালুকদার মান্না, রুবেলের নাম মাসুম পারভেজ, মৌসুমীর নাম আরিফা আখতার জামান এবং পূর্ণিমার প্রকৃত নাম দিলারা হানিফ রিতা। ঢালিউডের এই তারকারা তাদের পর্দার নামে দর্শকদের হৃদয়ে স্থান করে নিয়েছেন, কিন্তু তাদের আসল নামগুলো জানা থাকলে তাদের জীবনের আরেকটি দিক উন্মোচিত হয়।

Share This Post

শেয়ার করুন

Author:

Note For Readers: The CEO handles all legal and staff issues. Claiming human help before the first hearing isn't part of our rules. Our system uses humans and AI, including freelance journalists, editors, and reporters. The CEO can confirm if your issue involves a person or AI.