টালিউডের জনপ্রিয় পরিচালক সৃজিত মুখার্জির পেশাগত জীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়ে সামাজিক মাধ্যমে প্রায়ই আলোচনা-সমালোচনার ঝড় ওঠে। মাঝে মধ্যেই কোনো না কোনো অভিনেত্রীর সঙ্গে তার নাম জড়িয়ে গুঞ্জন শুরু হয়। এবার সেই তালিকায় যুক্ত হলেন তরুণী অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জি।
সম্প্রতি সৃজিতকে সুস্মিতার সঙ্গে সমুদ্রপাড়ে ঘুরে বেড়াতে দেখা গেছে। এরপরই সামাজিক মাধ্যমে তাদের নিয়ে প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়ে। শুধু ঘুরে বেড়ানোই নয়, সৃজিত নিজের হাতে একটি সেলফিও তুলেছিলেন, যা সুস্মিতার সামাজিক মাধ্যমের প্রোফাইল থেকে পোস্ট হয়। ছবির ক্যাপশনে সুস্মিতা লিখেছেন, ‘স্যার চোখের মধ্যে’। এই পোস্টটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। সঙ্গে সঙ্গে নেটিজেনদের মনে প্রশ্ন ওঠে— সৃজিতের সঙ্গে থাকা এই তরুণী কে?
সুস্মিতার ক্যাপশনে লেখা ‘সৃজিতকে চোখের মধ্যে’ কথাটি নিয়ে জল্পনা আরও বাড়ে। অনেকে এর মাধ্যমে প্রেমের ইঙ্গিত খুঁজতে শুরু করেন। তবে সুস্মিতার দাবি, তিনি সৃজিতকে ‘স্যার’ বলেই সম্বোধন করেন। জানা গেছে, সেদিন সমুদ্রপাড়ে সৃজিত সুস্মিতাকে শট, ওয়াকিং স্টাইল ও পাসিং শটের মতো বিষয়গুলো ধৈর্য সহকারে বোঝাচ্ছিলেন। এরপর থেকে তাদের মধ্যে বন্ধুত্ব গাঢ় হয়। কিন্তু একটি সেলফি নিয়ে যে এতটা জল্পনা তৈরি হবে, তা নিয়ে কী বললেন সুস্মিতা?
সম্প্রতি তারা দুজনেই পুরী থেকে ফিরেছেন। এদিন ছিল অনিরুদ্ধ রায়চৌধুরীর সিনেমা ‘ডিয়ার মা’র প্রিমিয়ার। সেখানেও একসঙ্গে হাজির ছিলেন সৃজিত ও সুস্মিতা। সাংবাদিকদের প্রশ্নের মুখে সুস্মিতা লাজুক হাসি দিয়ে বলেন, “আমরা খুব ভালো বন্ধু। এর বেশি কিছু বলতে পারব না। যে যা ভাবছে, ভাবুক।” একই প্রশ্নের জবাবে সৃজিত বলেন, “একটা সেলফি নিয়ে এত জল্পনা-কল্পনা! আমরা তো ২০২৫-এ বাস করছি! রিল্যাক্স গাইজ, রিল্যাক্স।”