এমনই একজন জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনি। এই দুর্ঘটনার পর তিনি প্যানিক অ্যাটাকের শিকার হয়ে সোমবার রাতে এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন। মঙ্গলবার (২২ জুলাই ২০২৫) দুপুরে হাসপাতাল থেকে দেওয়া এক ফেসবুক স্ট্যাটাসে তিনি এ তথ্য নিশ্চিত করেছেন।
পরীমনি জানান, ছোটবেলা থেকেই তার আগুনের প্রতি একটি ট্রমা রয়েছে। উত্তরার দুর্ঘটনার ভয়াবহতা তাকে এতটাই প্রভাবিত করেছে যে, তাকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে। তিনি তার স্ট্যাটাসে লিখেছেন, “আমার আগুনের একটা ট্রমা আছে ছোটোবেলা থেকে। সেটা যে এখনও এত ভয়ংকরভাবে আছে, তা বুঝতে পারি নাই। সোমবারের দুর্ঘটনায় ছোট ছোট বাচ্চাগুলোর পোড়া শরীরের ছবি/ভিডিও দেখে আমার খুব খারাপভাবে প্যানিক অ্যাটাক হয়! রাতে হাসপাতালে ভর্তি হতে হয়। বুকের ভেতর ধরফর করে শুধু। আহারে এই শোক ওই মায়েরা কিভাবে সহ্য করবে আল্লাহ! আল্লাহ আল্লাহ……!”
দুই সন্তানের মা পরীমনির অসুস্থতার খবরে তার ভক্ত ও সহকর্মীরা দুশ্চিন্তা প্রকাশ করেছেন। তারা সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনেত্রীর দ্রুত সুস্থতা কামনা করেছেন।