কান উতসবে আপত্তিকর প্রস্তাব
কালকি জানান, লন্ডনে পড়াশোনার সময় তিনি কান চলচ্চিত্র উতসবে অংশ নিয়েছিলেন, তখনো তিনি অভিনেত্রী হিসেবে ক্যারিয়ার শুরু করেননি। একটি মুঠোফোন ব্র্যান্ডের প্রচারে কাজ করার সময় এক ভারতীয় প্রযোজকের কাছ থেকে আপত্তিকর প্রস্তাব পান। তিনি বলেন, “ঘটনাটা কান উতসবে। আমি তখনো অভিনেত্রী নই, স্রেফ একজন শিক্ষার্থী। মুঠোফোনের প্রচারে কাজ করছিলাম। এক ভারতীয় প্রযোজক, যিনি আমার মায়ের পরিচিত কারও মাধ্যমে আমাকে চিনতেন, তাঁর ছবির প্রদর্শনীতে আমন্ত্রণ জানান। পরে ডিনারে যেতে বলেন। কাজের সুযোগ নিয়ে জানতে চাইলে তিনি স্পষ্ট জানান, তাঁর শয্যাসঙ্গী হতে হবে, তবেই কাজের সুযোগ মিলবে।” কালকি সাক্ষাতকারে ওই প্রযোজকের নাম উল্লেখ করেননি।
মুম্বাইয়ে অডিশনে একই অভিজ্ঞতা
কান উতসবের পর বলিউডে প্রবেশের সময়ও কালকি একই ধরনের অভিজ্ঞতার সম্মুখীন হন। তিনি বলেন, “মুম্বাইয়ে একটা নামী ছবির অডিশনে গিয়েছিলাম। প্রযোজক বললেন, ‘তুমি এই ছবি করতে চাও? দারুণ। কিন্তু এটা বড় একটা সিনেমা, তাই আগে তোমাকে ভালো করে চিনতে হবে।’ মানে, আবারও সেই ডিনারের কথা, ঘুরিয়ে-ফিরিয়ে একই প্রস্তাব। আমি তখনো সাফ জানিয়ে দিই, ‘আপনার সময়ও নষ্ট করব না, আমারটাও নয়।’”
কালকির সাম্প্রতিক কাজ
সর্বশেষ কালকি কোয়েচলিন তামিল রোমান্টিক অ্যাকশন থ্রিলার ‘নেসিপ্পায়া’তে অভিনয় করেছেন, যেটি পরিচালনা করেছেন বিষ্ণু বর্ধন। ছবিতে তাঁর সঙ্গে ছিলেন আকাশ মুরলি ও আদিতি শঙ্কর। সামনে তাঁকে দেখা যাবে ইংরেজি ভাষার ছবি ‘এমা অ্যান্ড অ্যাঞ্জেল’-এ।